Vlobashi Tomar Oi Roddur Hassi Lyrics By Nirob:
Song: Roddur Hashi
Singer : Nirob
Vlobashi Tomar Oi Roddur Hassi Lyrics In Bangla:
ভালবাসি তোমার ওই রোদ্দুর হাসি
দেখে স্বপ্ন কাটে আমার দিবা নিশি,
কি হল আজ আমি ভেবে না পাই
সব হারালেও শুধু তোমাকে চাই।।
সব উপমা শেষে তুমি
তুমি আমার একটাই তুমি,
কতশত ভুল আজ নিত্য চারিপাশে,
ভুলগুলো ফুল হয়ে ফিরে আসে।
জোছনার এই রাত জাগে আমারি সাথে
দীঘির জলধারা তোমার ছবি আঁকে,
কোথায় আমার আজ ঘুম হারাল
স্বপ্ন হয়ে তবু দু’হাত বাড়ালো।
More Lyrics: Mone Mone Lyrics (মনে মনে) – Imran Mahmudul
ভালবাসি তোমার ওই রোদ্দুর হাসি লিরিক্স :
valobashi tomar oi roddur hasi
dahka sopno katea amr deba nishi
ki holo aje ami vabea pai na
sob haraleao shudu tomaka chai
sob upoma sasea tmi
tmi amr aktai tmi.