Tumi Ki Amay Bhalobasho Lyrics ( তুমি কি আমায় ভালোবাসো ) -Nachiketa
Tumi Ki Amay Bhalobasho Lyrics ( তুমি কি আমায় ভালোবাসো ) it’s a beautiful song sung by Nachiketa Chakraborty.আমি তোমার জন্য সস্তা প্রেমের নাটুকে নায়ক পারবোনা হতে পারবো না Lyrics written by Nachiketa Chakraborty.
Song Credits -:
Song -: Tumi Ki Amay Bhalobasho
Artist -: Nachiketa Chakraborty
Music Director -: Nachiketa Chakraborty
Lyricist -: Nachiketa Chakraborty
Album Title -: Ei Besh Bhalo Aachhi Nachiketa
Label-: Saregama India Ltd
Tumi Ki Amay Bhalobasho Lyrics In Bengali :
হেয় তুমি কি আমায় ভালোবাসো?
যদি না বাসো, তবে পরোয়া করি না..
আমি সুর্য্যের থেকে ভালোবাসা নিয়ে
রাঙাবো হৃদয় তার রং দিয়ে
পোষাকী প্রেমের প্রয়োজন বোধ করি না..
আমি তোমার জন্য সস্তা প্রেমের
নাটুকে নায়ক পারবোনা হতে পারবো না..
আমি তোমার জন্য কোনো কুমারের ধার করা
গান গেয়ে গায়ক পারবোনা হতে পারবো না..
যখন আমার ঘরেতে আঁধার
নেই একফোঁটা কেরোসিন
পাওনাদারের অভিশাপ শুনে
জেরবার হয় বুড়ো বাপ
আমিতো তখন পারবোনা খেতে
চাইনিজ বারে চাওমিন..
হেই, তুমি কি আমায় ঘৃনা করো?
যদি ঘৃনা করো, তবে পরোয়া করি না..
আহা বয়ে গ্যাছে সেই ভালোবাসা ধরে
বহুতে হারানো স্বপ্নকে ছেড়ে
সবাইতো আর নিজেকে বেঁচতে পারেনা..
হেই, তুমি কি আমায় ভালোবাসো?
আমি তোমার দু’পায়ে আমার চেতনা স্বাধীনতা
সঁপে দিতে পারবো না দিতে পারবো না..
আমি তোমার জন্যে
আমি তোমার জন্য সবকিছু ছেড়ে
তোমার আঁচলে মুখ ঢাকা দিতে পারবো না…
আমার চলার পথের বাঁকেতে পরে জীবনের দাম
যেসব মানুষ সেই দাম খোঁজে
সবকিছু জেনে সবকিছু বুঝে
মুছে দাও যদি আঁচলেতে সেইসব মানুষের ঘাম..
হেই, তবেই আমায় পেতে পারো
যদি তাই পারো, তবে পরোয়া করি না
যেনো তোমার জন্য ধুলোমাখা পথ
অপলকে চেয়ে জীবনের রথা
সবকিছু ছেড়ে তুমি কি আসতে পারোনা?