Tumi Jemoni Nupur Hou LyricsIn Bengali Song Is Sung byBappi LahirifromMandiraBengali Movie. Tumi Jemoni Nupur Hou Song Lyrics Written by Pulak Bandopadhyay. Music Composed by Bappi Lahiri. Starring Prosenjit Chatterjee, Indrani Haldar, Sonam Khan And Others.
Tumi Jemoni Nupur Hou Song Credits :
Song Name : Tumi Jemoni Nupur Hou
Film Name : Mandira (1990)
Singer And Composer : Bappi Lahiri
Lyricist : Pulak Bandyopadhyay
Directed by : Sujit Guha
Written by : Tapendu Gangopadhyay
Produced by : Pahlaj Nihalani
Tumi Jemoni Nupur Hou Lyrics In Bengali :
তুমি যেমনই নূপুর হও
বাঁশি ডাকলে তোমায়
বাজতেই হবে …
ও মনে রেখো।
হও যত না দূরেরই মেঘ
মাটি ডাকলে তোমায়
ঝরতেই হবে …
ও জেনে রেখো।
তুমি যেমনই নূপুর হও
বাঁশি ডাকলে তোমায়
বাজতেই হবে …
ও মনে রেখো।।
তুমি মাটির ঘরেই থেকে
যদি মাটির প্রদীপই হও,
বা ময়ূর মহল জুড়ে
যদি ঝাড় বাতি হয়ে রও।
তুমি মাটির ঘরেই থেকে
যদি মাটির প্রদীপই হও,
বা ময়ূর মহল জুড়ে
যদি ঝাড় বাতি হয়ে রও।
তবু ছড়াতে গেলে এই আলো
কোনো আগুনে তোমায়
পুড়তেই হবে …
ও মনে রেখো।
তুমি যেমনই নূপুর হও
বাঁশি ডাকলে তোমায়
বাজতেই হবে …
ও মনে রেখো।
হও যত না দূরেরই মেঘ
মাটি ডাকলে তোমায়
ঝরতেই হবে …
ও জেনে রেখো।।
যত সহজ সরলভাবে
তুমি যত সাধারণই হও,
বা অপরূপ রূপে তুমি
যদি প্রতিমা হয়েই রও।
যত সহজ সরলভাবে
তুমি যত সাধারণই হও,
বা অপরূপ রূপে তুমি
যদি প্রতিমা হয়েই রও।
তবু ভালো যে বাসতে গেলে
কোনো ব্যাথায় তোমায়
কাঁদতেই হবে …
ও মনে রেখো।
তুমি যেমনই নুপুর হও
বাঁশি ডাকলে তোমায়
বাজতেই হবে …
ও মনে রেখো।
হও যত না দূরেরই মেঘ
মাটি ডাকলে তোমায়
ঝরতেই হবে …
ও জেনে রেখো, ও জেনে রেখো।।
Tumi Jemoni Nupur Hou Lyrics In English :
Tumi Jemoni Nupur Hou
Banshi dakle tomay
Bajtei hobe o mone rekho
Hou joto na dureri megh
Mati dakle tomay
Jhortei hobe o jene rekho
Tumi matir ghorei theke
Jodi matir pradeepi hou
Ba mayur mahal jure
Jodi jhor bati hoye rou
Tobu chorate gele ei aalo
Kono aagune tomay purtei hobe
O mone rekho
Joto sohoj sorolvabe
Tumi joto sadharoni hou
Ba oporup rupe tumi
Jodi pratima hoyei rou
Tobu valo je baste gele
Kono beythay tomay kadtei hobe
O mone rekho
Tumi Jamonoi Noopur Hou
Bashi dakle tomay bajtei hobe
প্রসেনজিৎ চ্যাটার্জী, ইন্দ্রানী হালদার ও সোনম খাম অভিনীত মন্দিরা বাংলা সিনেমার গান তুমি যেমনই নূপুর হও গানের কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়। গানটি গেয়েছেন এবং গানের সুর দিয়েছেন বাপ্পী লাহিড়ী।