Tor Hoye Jete Chai Lyrics from Asur :
Tor Hoye Jete Chai is the latest Bengali movie Song Sung by Md Irfan And Sayani Palit. Tor Hoye Jete Chai’s song is from the Bengali movie Asur. Starring: Jeet, Abir Chatterjee And Nusrat Jahan and Music Composed by Amit Mitra. Tor Hoye Jete Chai Lyrics In Bengali Written by Dipankar and Song Programming Arrangements, Mixing and Mastering By Siddheswar Banerjee & Vicky A Khan.
Tor Hoye Jete Chai Song From Asur Credits:
Song: Tor Hoye Jete Chai Singer: Md Irfan & Sayani Palit Music: Amit Mitra Lyrics: Dipankar Music Arrangement – Anujeet Ghosh, Amit Mitra, Souvik Kabi Mix: Siddheswar Banerjee & Vicky A Khan Sahenai: Hassan Ali Guitar: Amit Mitra Piano: Anujeet Ghosh Recording studio : Amv & DBS Label by: Grassroot Entertainment
Tor Hoye Jete Chai Lyrics In Bengali:
আমার বেঁচে থাকা কারণ শুধু তুই
তোকে আছে বলা আজ এটুকুই,
জানি ঠিকই ধরবিরে হাত, শূন্য পথে
দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে।
ক্ষতি কি যদি বাসিস ভালো আমায়
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
পারবো কি আমি বল?
তোর হয়ে যেতে চাই।
একবার ছুঁয়ে দে, যেন যাই রে ভিজে
সে প্রেমের শ্রাবন কোথায় খুঁজে পাই..
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
তোরই মতো অবিকল
তোর হয়ে যেতে চাই।
নেই প্রয়োজন, মিঠেল বাতাস
বুঝবে কি সে মন পায় নিঃশ্বাস,
ফাঁকা লাগে সব, থাকলে নিরম
সাজানো ঘরের মাঝেও কত বনবাস।
হয়তো ঝড়, করছে পর
মিলবোই দুজনে,
ভয় কিসে, থমকে যাস
কোন জে বরণে।
ভেঙে ফেল নিষেধ, ছুটে আয় কাছে
মুছে যা সকল দোহাই,
এ জীবনের যতটা মানে
থাকনা জুড়ে পুরোটাই।
জানি ঠিকই ধরবিরে হাত, শূন্য পথে
দেখ চলছে এখন দিন-রাত, কোনো মতে।
ক্ষতি কি যদি বাসিস ভালো আমায়
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
তোরই মতো অবিকল
তোর হয়ে যেতে চাই।
তোর হয়ে যেতে চাই,
তোর হয়ে যেতে চাই,
চোখে অনলি তবু জল
তোর হয়ে যেতে চাই..
তোর হয়ে যেতে চাই,
কেন এতো দাবানল।
তোর হয়ে যেতে চাই লিরিক্স – অসুর :
Amar beche thaka karon sudhu tui
Toke ache bola aaj etukui
Jani thiki dhorbire haat shunno pothe
Dekh cholche ekhon din-raat kono mote
Khoto ki jodi basis bhalo amay
Tor hoye jete chai