তোমায় আমি পাইতে পারি বাজী – Tomay Ami Paite Pari Bazi – হাশিম মাহমুদ Lyrics
গঙ্গা যদি যাইতে পারি
তোমায় আমি পাইতে পারি
ভ্রমর কালো নদী
নদী যদি বাইতে পারি
সাদা পাল উড়াইতে পারি
ভ্রমর কালো নদী
নদীতে তুফান উঠিলে
তরী যদি না সেচিলে
অঘটনেও রাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
বাজি বাজি
একবার আমি গিয়ে ছিলাম পাহাড়ি অঞ্চল
পাহাড়ি কন্যারে তোর দুটো ছল ছল
একবার আমি গিয়ে ছিলাম পাহাড়ি অঞ্চল
পাহাড়ি কন্যারে তোর দুটো ছল ছল
জল কেন চোখে জল
বল মেয়ে তুই বল
জল কেন চোখে জল
চঞ্চল মেয়ে তুই বল
ওহও তোমায় আমি পাইতে পারি বাজি
ওহও তোমায় আমি পাইতে পারি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
বাজি বাজি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি
বাজি বাজি বাজি
আবার আমি গিয়ে ছিলাম নীল সাগরের জল
সাগরের কন্যারই মন পায়নি সে অতল
আবার আমি গিয়ে ছিলাম নীল সাগরের জল
সাগরের কন্যারই মন পায়নি সে অতল
জল কেন চোখে জল
বল মেয়ে তুই বল
জল কেন চোখে জল
বল মেয়ে তুই বল
ওহও তোমায় আমি পাইতে পারি বাজি
ওহও তোমায় আমি পাইতে পারি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
বাজি বাজি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি
বাজি বাজি বাজি
গঙ্গা যদি যাইতে পারি
তোমায় আমি পাইতে পারি
ভ্রমর কালো নদী
নদী যদি বাইতে পারি
সাদা পাল উড়াইতে পারি
ভ্রমর কালো নদী
নদীতে তুফান উঠিলে
তরী যদি না সেচিলে
অঘটনেও রাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
বাজি বাজি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি
বাজি বাজি বাজি
তোমায় আমি পাইতে পারি বাজি
বাজি বাজি বাজি
Check Out Most Popular Bangla Song Lyrics : Bangla Popular Song Lyrics