Tomake Jotobari Song Lyrics – Madhurima | Rupankar
Tomake Jotobari is the latest Bengali Song Sung by Madhurima | Rupankar. Music Composed by Madhurima | Rupankar. Tomake Jotobari Lyrics In Bengali Written by Madhurima | Rupankar and Song Programming Arrangements, Mixing and Mastering By Partha Paul.
Song : Tomake Jotobari
Vocals : Madhurima Bhattacharyya
Lyrics and Composition : Rupankar Bagchi
Keyboard, programming & Music Arrangement : Partha Paul
Script and Direction : Apeksha Lahiri
DOP : Subhadeep Bag
Edit : Hiranmay Biswas
VFX & DI : Tamal Duary
Tomake Jotobari Song Lyrics In Bengali :
তোমাকে যতবারই বলতে গেছি
ততবার কান্না জমে চোখের কোণে,
তোমারই গান গেয়ে যাই যতবারই
ততবার সুর ভুলেছি আনমনে।
কেটে গেলো প্রহর তবু মুহূর্তরাই বাঁচে
স্বপ্ন যেটা ছিল ভেঙ্গে যাচ্ছে টুকরো কাঁচে,
আ আ ..
কেটে গেলো প্রহর তবু মুহূর্তরাই বাঁচে
স্বপ্ন যেটা ছিল ভেঙ্গে যাচ্ছে টুকরো কাঁচে,
কথা আমি লিখতে পারি সুর নেই গানে।
তোমাকে যতবারই বলতে গেছি
ততবার কান্না জমে চোখের কোণে,
তোমারই গান গেয়ে যাই যতবারই
ততবার সুর ভুলেছি আনমনে।
দিবানিশি হৃদয় ভাঙ্গে
আবার সাহস বাঁধি বুকে,
অহর্নিশি মনে, খেলা চলে সুখে অসুখে,
আ আ ..
দিবানিশি হৃদয় ভাঙ্গে
আবার সাহস বাঁধি বুকে,
অহর্নিশি মনে, খেলা চলে সুখে অসুখে,
এ জীবনযাপন আমার কেউ কি জানে?
তোমাকে যতবারই বলতে গেছি
ততবার কান্না জমে চোখের কোণে,
তোমারই গান গেয়ে যাই যতবারই
ততবার সুর ভুলেছি আনমনে।
তোমাকে যতবারই লিরিক্স – মধুরিমা :
Tomake jotobari bolte gechi
Totobar kanna jome chokher kone
Tomari gaan geye jai jotobari
Totobar sur bhulechi aanmone
Kete gelo prohor
tobu muhurtorai banche
Shopno jeta chilo
venge jacche tukro kanche