Tobo Chorono Nimne Lyrics by Jayati Chakraborty :
Tobo Chorono NimneSong Is Sung byJayati Chakraborty. Music Designed by Samriddhi Mukherjee. Originally Music Composed by And Tobo Chorono Nimne Lyrics Written byRajanikanta Sen.
Song : Tobo Chorono Nimne
Lyrics and Composition : Rajanikanta Sen
Vocal : Jayati Chakraborty
Music Designed by : Samriddhi Mukherjee
Keyboard Programming : Samriddhi Mukherjee
Tabla : Atanu Gangopadhyay
Esraj : Debashis Halder
Flute : Soumyajyoti Ghosh
Electric Guitars & Bass : Sambodhi Mukhopadhyay
Recording, Mixing & Mastering : Studio Vibrato
Edit & CC : Rana Banerjee
Tobo Chorono Nimne Song Lyrics In Bengali :
তব চরণ নিম্নে উৎসবময়ী
শ্যামধরনী সরসা,
তব চরণ নিম্নে উৎসবময়ী
শ্যামধরনী সরসা,
ঊর্ধ্বে চাহো অগণিত মনি
রজ্ঞিত নভঃ নীলাঞ্চলা,
ঊর্ধ্বে চাহো অগণিত মনি
রজ্ঞিত নভঃ নীলাঞ্চলা,
সৌম্য মধুর দিব্যাঙ্গনা
শান্ত-কুশল-দরশা,
শ্যামধরনী সরসা,
তব চরণ নিম্নে উৎসবময়ী
শ্যামধরনী সরসা।।
দূরে হের চন্দ্রকিরণ
উদ্ভাসিত গঙ্গা,
নৃত্য পুলক গীতি মুখর
কলুষ হরতরঙ্গা,
ধায় মত্ত হরষে
সাগর পদ পরশে,
কূলে কূলে করি পরিবেশন
মঙ্গলময় বরষা,
শ্যামধরনী সরসা,
তব চরণ নিম্নে উৎসবময়ী
শ্যামধরনী সরসা।।
ফিরে দিশি দিশি মলয় মন্দ
কুসুম গন্ধ বহিয়া,
আর্য গরিমা কীর্তি কাহিনী
মুগ্ধ জগতে কহিয়া,
হাসিছে দিগবালিকা
কন্ঠে বিজয় মালিকা,
নব জীবন পুষ্পবৃষ্টি
করিছে পুণ্য হরষা,
শ্যামধরনী সরসা,
তব চরণ নিম্নে উৎসবময়ী
শ্যামধরনী সরসা।।
ওই হের স্নিগ্ধ সবিতা
উদিছে পূর্ব গগনে,
কান্তোজ্জ্বল কিরণ বিতরি
ডাকিছে সুপ্তি মগনে,
নিদ্রালস নয়নে এখনো
রবে কি শয়নে?
জাগাও বিশ্ব পুলক পরশে
বক্ষে তরুন ভরসা,
শ্যামধরনী সরসা,
তব চরণ নিম্নে উৎসবময়ী
শ্যামধরনী সরসা,
ঊর্ধ্বে চাহো অগণিত মনি
রজ্ঞিত নভঃ নীলাঞ্চলা,
সৌম্য মধুর দিব্যাঙ্গনা
শান্ত-কুশল-দরশা,
শ্যামধরনী সরসা,
তব চরণ নিম্নে উৎসবময়ী
শ্যামধরনী সরসা।।
তব চরণ নিম্নে লিরিক্স – জয়তী চক্রবর্তী :
Tobo chorono nimne
Shyamdhoroni sorosa
Urdhe chaho ogonito moni
Ranjito nobho nilanchola
Soumya modhur dibbyangona
Shanto kushol dorosha
Dure hero chandrakiron
Udbhashito gonga
Nrittyo pulok giti mukhor
Kolush hororongga
Dhaay motto horoshe
Sagor podo poroshe
Kule kule kori poribeshon
Mangalmoy borosha
তব চরণ নিম্নেগানটি গেয়েছেনজয়তী চক্রবর্তী। গানের সুর এবং লিরিক্স লিখেছেনরজনীকান্ত সেন।