Tapur Tupur Lyrics(টাপুর টুপুর) Song is Sung by Arnab Dutt from Rosogolla Bengali Movie. Featuring: Ujaan Ganguly And Abantika Biswas. The story About Life and Work Of Nabin Chandra Das, Inventor Of The Famous Sweet “Rosogola” or Rasgulla. Tapur Tupur Bristi Nupur Lyrics In Bengali written by Arnab Dutta.
Song: Tapur Tupur
Movie Name: Rosogolla
Vocal, Music & Lyrics: Arnab Dutta
Directed by: Pavel
Cinematography: Supriyo Dutta
Presenter: Windows, Akshay Parija &
P. C. Chandra Jewellers
Produced by: Nandita Roy &
Shiboprosad Mukherjee
Music Label: Windows
Tapur Tupur Song Lyrics In Bengali :
টাপুর টুপুর বৃষ্টি নুপুর
জল ছবিরই গায়,
তুই যে আমার একলা আকাশ
মেঠো সুরের ছায়, রে
মেঠো সুরের ছায়।
রং-বেরঙ এর বেলোয়ারী
সাতরঙা রং মুখ,
তোর মুখেতেই লুকিয়ে আছে
জীবন ভরের সুখ, রে
জীবন ভরের সুখ।
যখন শিমুল পলাশ ঝরবে পথে
দুলবে হাওয়া বুকে,
থাকবো দুজন দুজনাতে
শপথ নিয়ে সুখে।
শিমুল পলাশ ঝরবে পথে
দুলবে হাওয়া বুকে,
থাকবো দুজন দুজনাতে
শপথ নিয়ে সুখে।
গাইবো তোরই দৃষ্টিপানে
এক সুরেরই গান।
টাপুর টুপুর বৃষ্টি নুপুর
জল ছবিরই গায়,
তুই যে আমার একলা আকাশ
মেঠো সুরের ছায়, রে
মেঠো সুরের ছায়।
খর বায়ুর সাথে ভেসে
ছাই মেঘেরই বুকে,
ফিরব মোরা মনের ঘাটে
সন্ধ্যে নামার মুখে।
খর বায়ুর সাথে ভেসে
ছাই মেঘেরই বুকে,
ফিরবো মোরা মনের ঘাটে
সন্ধ্যে নামার মুখে।
বলি ও রজনী …
বলি ও রজনী তোর হাতে যে
পিয়ার আঁখি খানি।
টাপুর টুপুর বৃষ্টি নুপুর
জল ছবিরই গায়,
তুই যে আমার একলা আকাশ
মেঠো সুরের ছায়, রে
মেঠো সুরের ছায়।
কেমন করে এমন হলো
যা হতো না আগে,
ছলাৎ ছলাৎ বুকের মাঝে
কোন এক নদী জাগে।
কেমন করে এমন হলো
যা হতো না আগে,
ছলাৎ ছলাৎ বুকের মাঝে
কোন এক নদী জাগে।
বলি ও সজনী …
বলি ও সজনী তোর হাতে যে
আমার জীবনটাই।
টাপুর টুপুর বৃষ্টি নুপুর
জল ছবিরই গায়,
তুই যে আমার একলা আকাশ
মেঠো সুরের ছায়, রে
মেঠো সুরের ছায়।