Lyrics Master BD Trending Lyrics Takeo Adore Dio Naam Lyrics (তাকেও আদরে দিও নাম) Hafiza – Bong Studio

Takeo Adore Dio Naam Lyrics (তাকেও আদরে দিও নাম) Hafiza – Bong Studio

0 Comments 11:06 PM


Takeo Adore Dio Naam Lyrics (তাকেও আদরে দিও নাম) Hafiza - Bong Studio

Takeo Adore Dio Naam Lyrics by Hafiza :

Takeo Adore Dio NaamSong Is Sung byHafiza SultanafromThe Bong StudioOriginals Song. Music Composed by And Song Lyrics In Bengali Written by Hafiza. Song Mixing And Mastering by Sandipta Sarkar.
Vocal, Music & Lyrics : Hafiza Sultana
Music Arrangements : Sunny Karmakar
Direction : Krish Bose
Chief AD : Supayan Das
Production : The Bong Media
Editor : Sanjoy Dasgupta
Label : The Bong Studio

Takeo Adore Dio Naam Song Lyrics In Bengali :

জানি আমি, তোমাকে
নতুনে মানিয়েছে বেশ,
হাতছানিরা আড়ালে ফেলে
ভেজা চিঠি গুলোর দেশ।
তাই আজ এই বিষণ্নতা ভুলে
তোমায় ফিরে দেখাবো বহুদূরে,
আমার এক আকাশ অভিযোগ
আজকাল ভালো থাকার কথা বলে।
তাকেও আদরে দিও নাম
বোকা কারণের অভিমান,
ভাঙিয়ে দু’চোখে, সাজিও গান,
আ.. তাকেও আলসেমি দুপুরে
তোমায় ছোঁয়ারই শিশিরে,
ভিজিও রূপকথার, হয়ে কারণ।।
পুড়িয়েছে, মন তাকেই ফিরে পেতে চায় কেন ?
রাত জুড়ে যে হাত বোলায় সে অবহেলায় কেন ?
কারো ক্লান্ত মন তোমাকে পায়
কারো প্রেম শুধু কবিতা হয়,
কারও ক্লান্ত মন তোমাকে পায়
কারও প্রেম শুধু কবিতা হয়,
কারও প্রেম শুধুই কবিতা হয়..
তাই আজ এই বিষণ্নতা ভুলে
তোমায় ফিরে দেখাবো বহুদূরে,
আমার এক আকাশ অভিযোগ
আজকাল ভালো থাকার কথা বলে।
তাকেও খুব জ্বরের দিনগুলোয়
কিছু স্বপ্নদের জড়িয়ে
মায়েরই মতো রেখে দিও,
আ.. তাকেও আদরে দিও নাম
বোকা কারণের অভিমান
ভাঙিয়ে দু চোখে সাজিও গান,
ভাঙিয়ে দু চোখে সাজিও গান।
তাকেও আদরে দিও নাম লিরিক্স – হাফিজা সুলতানা :
Jani ami, tomake notune maniyeche besh
Hatchanir arale fele boka chithigulor desh
Tai aj bishonnota bhule
Tomay phire dekhabo bohudure
Amar ek akash ovijog
Aajkal valo thakar kotha bole
Takeo adore diyo naam
Boka karoner obhiman
Vangiye duchokhe sajiyo gaan
Takeo alsemi dupure
Tomay chowari shishire
Bhijiyo rupkothar hoye karon

1 thought on “Takeo Adore Dio Naam Lyrics (তাকেও আদরে দিও নাম) Hafiza – Bong Studio”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *