Sunno Lage Buk Lyrics by Asif Akbar (শূন্য লাগে বুক)। তোরই হাতের একটু ছোঁয়া, স্বর্গ নদীর জলে ধোয়া।তোকে ছাড়া শূন্য শূন্য , লাগে আমার বুক।
Sunno Lage Buk Song was sung by popular bengali melodious singer Asif Akbar. Music was composed by Musfiq Litu and the lyrics was written by Proshenjit Mondal.
You can find Sunno Lage Buk Bangla song lyrics & many more lyrics by searching in the search box. People also search this lyrics by “Toke chara sunno sunno lage amar buk lyrics”.
Song Credits
Song: Sunno Lage Buk Singer: Asif Akbar Lyricist: Proshenjit Mondal Music: Musfiq Litu Released On: 2021
Sunno Lage Buk Lyrics Bangla
আমার মন হয়ে যায় এমনি ভালো
দেখলে তোরই মুখ
কান্না হাসির এই জীবনে
তুই যে আমার সুখ
তোরই হাতের একটু ছোঁয়া
স্বর্গ নদীর জলে ধোয়া
তোকে ছাড়া শূন্য শূন্য
লাগে আমার বুক (২)
ও ও ও ও ও
ও ও ও ও ও
নিরাশারা যখন আমার
পেছন পেছন ধায়
আশাহত মনটা যখন
ভীষণ অসহায়
তখনো তোর একটু হাসি
হয়ে ওঠে সুখ বিলাসী
মন খারাপের ওষুধ হয়ে
সারায় সব অসুখ
পাতা ঝরার শব্দে যখন
ভাঙ্গে আমার ঘুম
তো মায়ামুখ প্রলেপ হয়ে
দুচোখে দেয় চুম (২)
ভুলতে পারে রাতকে কালো
ভুলতে পারে দিনকে আলো
তু ছাড়া লাগেনা ভালো
আমার একটুক
ও ও ও ও ও
ও ও ও ও ও
আমার মন হয়ে যায় এমনি ভালো
দেখলে তোরই মুখ
কান্না হাসির এই জীবনে
তুই যে আমার সুখ (২)
তোরই হাতের একটু ছোঁয়া
স্বর্গ নদীর জলে ধোয়া
তোকে ছাড়া শূন্য শূন্য
লাগে আমার বুক