Sritir Pata Lyrics by RA Riad :
Sritir PataBengali Sad Song Is Sung byRA Riad. Smritir Pata Gole Jwole Uthe Buke Lyrics In Bengali Written by Ahmed Emon.
Song : Sritir pata
Vocal, Tune & Music : RA Riad
Lyrics : Ahmed Emon
Lyrical Video Making : Ahsan Al Miraj
Sritir Pata Song Lyrics In Bengali :
আজ বলবোনা কিছু আর
বুকে নিয়ে ব্যাথার পাহাড়,
আড়ালে তুমি সে আজ
মিশে গেছো ভেতরে আমার।
বিষন্ন এই মন কারনে অকারণ
ভেবে যায় তোমাকে সারাক্ষণ।
স্মৃতির পাতা গুলো জ্বলে উঠে বুকে
নীরবে একাকী অশান্ত এ মনে,
স্মৃতির পাতা গুলো জ্বলে উঠে বুকে
নীরবে একাকী অশান্ত এ মনে।।
শেষ হয়েছে সেই কবে
পথ চলা দুজনের একসাথে,
কে যেনো পিছু ডাকে
চেনা পথের বাঁকে।
শুণ্য বাধনে দিয়ে যায় শত বাধা
মন চায় পাঠাতে এই বারতা।
স্মৃতির পাতা গুলো জ্বলে উঠে বুকে
নীরবে একাকী অশান্ত এ মনে,
স্মৃতির পাতা গুলো জ্বলে উঠে বুকে
নীরবে একাকী অশান্ত এ মনে।।
তোমার মনের আলিঙ্গনে
ভালবাসার বাঁধনে,
হারিয়েছি নিজেকে
কতবার ভুল করে।
থমকে যায় সময়, গোধূলির আড়ালে
বোঝাতে পারিনি তোমাকে।
স্মৃতির পাতা গুলো জ্বলে উঠে বুকে
নীরবে একাকী অশান্ত এ মনে,
স্মৃতির পাতা গুলো জ্বলে উঠে বুকে
নীরবে একাকী অশান্ত এ মনে।।
স্মৃতির পাতা লিরিক্স – রিয়াদ :
Aaj bolbona kichu aar
Buke niye bethar pahar
Arale tumi se aaj
Mishe gecho bhetore amar
Bishonno ei mon karone okaron
Vebe jaay tomake sarakkhon
Smritir pata gulo jole uthe buke
Nirobe ekaki oshanto e mone
Sritir pata gulo jole uthe buke