Sonar Kathi Song Lyrics – Taalpatar Shepai
Sonar Kathi is the latest Bengali Song Sung by Pritam Das. Music Composed by Pritam Das. Sonar Kathi Lyrics In Bengali Written by Kritee Roy and Song Programming Arrangements, Mixing and Mastering By Pritam Das.
Song : Sonar Kathi
Composer & Vocalist : Pritam Das
Lyricist : Kritee Roy
Recording Studio : Blooperhouse Studios
Direction : Pritam Das
Cinematography : Abhishek Srivastava,
Pritam Das, James Suraj
Video edit : Suman Ghosh & Pritam Das
Label : Taalpatar Shepai
Sonar Kathi Song Lyrics In Bengali :
আজ তুমি আমি ভাবছি ঘুরে ফিরে
শঙ্খচিলের বাসা বড় দূরে,
আজ তুমি আমি ভাবছি ঘুরে ফিরে
শঙ্খচিলের বাসা বড় দূরে।
আমি সোনার কাঁঠির ঠিকানা কি জানি
আমি সোনার, কাঁঠির, ঠিকানা কি জানি
তোমার আঙুল ছুঁতেই হঠাৎ শিরশিরানি।
লা লা লা লা লা রা ..
আমার কাব্যে তবু মিশে পলাতকের সুর
আমি তোমার সাথে ছুটেছি অচিনপুর,
ফেলে বাস্তবেরই অগোছালো ব্যথা
ফেলে বাস্তবেরই অগোছালো ব্যথা,
যেন ভালোবাসা নিজেই রূপকথা।
লা লা লা লা লা রা ..
আমি শীতের দুপুরে খুঁজেছি অলীক ডানা
তুমি টাঙিয়ে রেখো রোদের সামিয়ানা,
আর পর্ণমোচী দুঃখগুলো ডালে ডালে
আজ কাঁপছে ঝরে পড়ার তালে তালে।
তুমি নতুন জরির সুতোয় আমায় বাঁধো
জানি নদীর জলে আয়না ভেবে ভেবে কাঁদো,
আমিও আগলে নেবই চোখের জলের ভাগ
আমিও আগলে নেবই চোখের জলের ভাগ,
তোমার হাতের মুঠোয় স্পর্শকাতর দাগ।
লা লা লা লা লা রা ..
সোনার কাঁঠি লিরিক্স – তালপাতার সেপাই :
Aaj tumi ami bhabchi ghure phire
Shokhochiler basa boro dure
Ami sonar kathir thikana ki jani
Tomar angul chutei hotath shirshirani
Amar kabye tobu mishe polatoker sur
Ami tomar sathe chutechi ochinpur
Fele bastoberi ogochalo byatha
Jeno valobasha nijei roopkotha
Ami shiter dupure khujechi alik daana
Tumi tangiye rekho roder samiyana
Aar pornomochi dukkho gulo daale daale
Aaj kapche jhore porar taale taale