Shua Chan Pakhi Lyrics – Bari Siddiqui
Shua Chan Pakhi Sung by – Bari Siddiqui. Shua Chan Pakhi Lyrics In Bengali Written by Bari Siddiqui.
শিরোনামঃ শুয়া চান পাখি
কন্ঠঃ বারী সিদ্দিকী
কথাঃ উকিল মুন্সি
সুরঃ উকিল মুন্সি
চলচ্চিত্রঃ শ্রাবণ মেঘের দিন (১৯৯৯)
পরিচালকঃ হুমায়ূন আহমেদ
Shua Chan Pakhi Lyrics in Bengali
সোয়া চান পাখি আমার
সোয়া চান পাখি…
আমি ডাকিতাছি..তুমি ঘুমাইছো নাকি
আমি ডাকিতাছি.. তুমি ঘুমাইছো নাকি……
তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি..
তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি…
আজ কেনো হইলে নীরব…
মেলো দুটি আখিরে পাখি….
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি
বুলবুলি আর তোতা ময়না,
কতো নামে ডাকি
তরে কত নামে ডাকি
শিকল কেটে চলে গেলে,…
কারে লইয়া থাকিরে পাখি..
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি
তোমার আমার এই পিরিতি
চন্দ্র সুয্র সাক্ষী….
তোমার আমার এই পিরিতি
চন্দ্র সুয্র সাক্ষী….
হঠাত করে_ চলে গেলে…
বুঝলাম না চালাকিরে পাখি..
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি
সোয়া চান পাখি আমার সোয়া চান পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি