Shono Amra Ki Sobai Lyrics – Rupam Islam
Shono Amra Ki Sobai Lyrics (শোনো আমরা কি সবাই) is a Bengali Song Sung by famous playback Singer Rupam Islam, from Fossils Band.
Song Name -: Shono Amra Ki Shobai
Singer -: Rupam Islam
Band Name -: Fossils
Shono Amra Ki Sobai Lyrics In Bengali :
শোনো আমরা কি সবাই,
বন্ধু হতে পারিনা ?
যত পুরনো অতীত,
ভুলে যেতে পারিনা ?
জানি হঠাৎ সে দিনে,
সুপ্ত ছিল চেতনা
আসলে তুচ্ছ সে বিবাদ,
অবদমিত বেদনা (x2)
শোনো আমরা কি সবাই,
শোনো আমরা কি সবাই..
শোনো কে ডেকে যায় আমায়,
কে আমায় স্বাগত জানায়।
ভবিষ্যতে শরিক হতে
দেখো কে দিচ্ছে হাতছানি,
সামনে সুদিন আমি জানি,
পারবে কি তুমি,
আমার সঙ্গী হতে ?
জানি নিঃস্ব ছিলে তুমি,
রণক্লান্ত আমিও
আর যুদ্ধ জেতে ফিরে,
শান্তিতে ঘুমিও
আর স্বপ্নের আকাশে,
যদি রঙধনু ওঠে
কাল গাইতেই পারে গান,
সব শত্রু একজোটে।
শোনো আমরা কি সবাই,
শোনো আমরা কি সবাই ..
ও.. সোজাসোজি আজ তর্ক হোক,
চোখে চোখ রেখে দিই ধমক।
হয়ে যাক ফয়সালা,
ট্রা লা লালা ট্রা লালা…
মনের সব অন্ধকার মনে,
ভুল বোঝাবুঝি জাল বোনে
আমার বিশ্বাস নেই আর ক্ষমায়
এসো শাস্তি দিই আজ তোমায়।
এই গানটাই হতে পারে,
বন্ধুত্বের হাতকড়া
গানটাই ভোলাতে পারে,
সব অভিযোগ মনগড়া
অপমানের ক্যাকটাস-এ,
ক্ষতবিক্ষত স্মৃতিটা
ভুলে এখানেই টেনে দিই,
সব ঝগড়ার ইতিটা।
শোনো আমরা কি সবাই
বন্ধু হতে পারিনা ?
যত পুরনো অতীত
ভুলে যেতে পারিনা ?
জানি হঠাৎ সে দিনে
সুপ্ত ছিল চেতনা
আসলে তুচ্ছ সে বিবাদ
অবদমিত বেদনা।
শোনো আমরা কি সবাই ….