Lyrics Master BD Artist Collection,Minar Rahman Shomoy Lyrics (সময়) Minar Rahman | Barabari

Shomoy Lyrics (সময়) Minar Rahman | Barabari



Shomoy Lyrics (সময়) Minar Rahman | Barabari

Shomoy Lyrics by Minar Rahman – Barabari:

Shomoy Song Is Sung by Minar Rahman .This song is best song.
Singer : Minar Rahman
song:Shomoy
Album:barabari

More Song: Deyale Deyale Lyrics (দেয়ালে দেয়ালে) – Minar Rahman

Shomoy Song Lyrics In Bengali :

সময় করে সময় দেবার সময় মেলে না
তাই বলে ভুলে আছি তা ভেবো না
হিসেব করে বেহিসেবি মন ভালোবাসে না

তাই বলে ভুলে আছি তা ভেবো না

কারণ অকারণে মন বারণ মানে না
হৃদয় জুড়ে তুমি, নেই কোন ছলনা
নিয়ম-অনিয়মে এক অবুঝ দোটানা
তোমায় ঘিরে আমার সব তা-না-না-না

চলো ফিরে যাই সে রঙিন শহরে
ঘুম ভাঙা অবুঝ প্রহরে
হারিয়ে বেড়াই এখানে-ওখানে
ফেলে আসা স্মৃতির আদলে

সময় করে সময় দেবার সময় মেলে না
তাই বলে ভুলে আছি তা ভেবো না

নতুন দিনের মিছিলে
চলো দু’জনে দু’জনার হয়ে
কাঠ-পোড়া রোদ আর ঝুম বর্ষাতে
ভিজে-পুড়ে যাই একাকার হয়ে

আমার চেনা শহর কেন তোমার অচেনা
কোথায় বলো পাবো দু’টো মনের ঠিকানা
তোমার বোনা স্বপ্নগুলো আমার আছে জানা
দূরে আরো দূরে হারাতে নেই মানা
খেয়াল করে বেখেয়ালের দেয়াল গড়ি না
আকাশ ভরা তারা শুধু আড়াল করি না
ভুলে পড়ে ভুল করেও ভুলে থেকো না
ভুল বোঝাবুঝি ভুলে কাছে ডাকো না

চলো ফিরে যাই সে রঙিন শহরে
ঘুম ভাঙা অবুঝ প্রহরে
হারিয়ে বেড়াই এখানে-ওখানে
ফেলে আসা স্মৃতির আদলে

সময় করে সময় দেবার সময় মেলে না
তাই বলে ভুলে আছি তা ভেবো না
হিসেব করে বেহিসেবি মন ভালোবাসে না
চোখ মেলে দেখো ভালোবাসি কতো না

সময়লিরিক্স –মিনার রহমান :

somoy kora somoy daber somoy malea na
tai bolea vulea asi ta vabo na
hisab kora bahisabi mon valobasha na

tai bolea vulea asi ta vabo na

karon okarona mon baron manea na
redoy jura tumi nai kno cholona
niom onioma ak 0vuj dotana
tomay gera amar shob ta na na na

cholo fera jai sea rogin shohora
gum vanga obuj pohora
hareya barai akhana okhana
fala asa sretir odola

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *