সাড়ে আট হাজার মাইল দূরে Lyrics ( Chamok Hasan ) Share Aat Hazar Mile Dure Lyrics
ও গান তুমি…
ও গান তুমি ভেসে যাও আলোকের কণায়,
গান ভেসে যাও তরঙ্গ মূর্ছনায়,
গান ভেসে যাও অতলান্তিক ঘুরে,
ভেসে যাও গান তুমি প্রশান্ত ঘুরে,
সাড়ে আট হাজার মাইল দূরে!!
সাড়ে আট হাজার মাইল দূরে..
সাড়ে আট হাজার মাইল দূরে…
বহুদূরে কোনও খোলা জানালায়,
উদাসী মেঘেরা খেলে অবেলায়।
বহুদূরে কোনও খোলা জানালায়,
উদাসী মেঘেরা খেলে অবেলায়।।
তখন অকারণ কোনও আনমনা মন,
বিরহী দু’চোখে জল ঝরাবেই।
ও গান তাড়াতাড়ি তুমি যাও তার বাড়ি,
বৃষ্টিটা নামার আগেই।।
পৌঁছে যেও প্রথম জলকণা গড়াবার আগেই…
ও গান তুমি…
ও গান তুমি ভেসে যাও আলোকের কণায়,
গান ভেসে যাও তরঙ্গ মূর্ছনায়,
গান ভেসে যাও অতলান্তিক ঘুরে,
ভেসে যাও গান তুমি প্রশান্ত ঘুরে,
সাড়ে আট হাজার মাইল দূরে!!
সাড়ে আট হাজার মাইল দূরে..
সাড়ে আট হাজার মাইল দূরে…
ও গান তুমি বলে দিও তাকে,
আমিও বাঁচি অভিনয়ে;
মুখোশের আড়ালে নোনা চোখ ঢেকে,
অন্য অনেক পরিচয়ে।
ও গান তুমি বলে দিও তাকে,
আমিও বাঁচি অভিনয়ে;
মুখোশের আড়ালে নোনা চোখ ঢেকে,
অন্য অনেক পরিচয়ে।।
ব্যাথাগুলো বুঝিয়ে বোলো,
আর বোলো আসছি আমি।
ফুরোবে এইবার পালা অপেক্ষার;
যাও বলে দাও ও গান তুমি…
ও গান তুমি ভেসে যাও আলোকের কণায়,
গান ভেসে যাও তরঙ্গ মূর্ছনায়,
গান ভেসে যাও অতলান্তিক ঘুরে,
ভেসে যাও গান তুমি প্রশান্ত ঘুরে,
সাড়ে আট হাজার মাইল দূরে!!
সাড়ে আট হাজার মাইল দূরে..
সাড়ে আট হাজার মাইল দূরে…
সাড়ে আট হাজার মাইল দূরে..
সাড়ে আট হাজার মাইল দূরে..!!
সাড়ে আট হাজার মাইল দূরে…