Rajkonna By Studio58 & Singers Lyrics
রাজকুমারী দু’একটা কথা বলি
বারান্দাটা ছেড়ে যেওনা
ভালবাসি নিজের থেকে বেশি
একটু খানি দাড়াও না
আমি যে সারাদিন
হয়ে যাই আনমনা
চিৎকার করে বলি
হাত দু’টি ধরে তোমার
তুমি আমার রাজকন্যা
O my princess
দু’একটা কথা বলি
ফোনটা রেখে দিও না
Exam hall -এ তোমাকে চিন্তা করি
একটু কথা বলোনা
চোখ দু’টো ভোরবেলার শিশির
চুলগুলো মেঘলা দিন
দেখলে পরে আমি সত্যি বলছি
হয়ে যাই ভাবলেশহীন