Rail Line E Body Debo Matha Debo Na Lyrics( রেল লাইনে বডি দেবো মাথা দেবোনা ) by Nachiketa Chakraborty. আমার বউ বলেছে মরতে আমায়, lyrics written by Nachiketa Chakraborty.
Song Credits -:
Song -: Matha Debo Na
Artist -: Nachiketa Chakraborty
Music Director -: Nachiketa Chakraborty
Lyricist -: Nachiketa Chakraborty
Album Title -: Best Of Nachiketa
Label -: Saregama India Ltd
Rail Line E Body Debo Matha Debo Na Lyrics In Bengali :
আমার বউ বলেছে মরতে আমায়,
আমার বউ বলেছে মরতে আমায়
জীবন আর রাখতে পারবো না।
বউ আমার নয়নমনি ফেলতে কথা পারবোনা।
কিন্তু মোর গুমর ভারী
বেচতে মাথা পারবোনা।
জিততে যদি না পারি তবুও আমি হারবোনা।
কিন্তু বউয়ের কথায়,
কিন্তু বউয়ের কথায়
বাঁদর হয়ে উঠতে বসতে পারবোনা,
ভাই উঠতে বসতে পারবোনা।
রেল লাইনে বডি দেবো মাথা দেবোনা,
রেল লাইনে বডি দেবো মাথা দেবো না।
মাথা থাকে সবার পরে..
ঝুঁকিয়ো না মাথা বন্ধু
ঝুঁকিয়ো না কারুর তরে।
আর প্রেম জাগিলে মাগ-ভাতারে
কুটুমেরা হয়রে তালই এক নিমেষে ঘরে ঘরে।
আমি ঘর ছেড়েছি পর ছেড়েছি,
ওই আমি ঘর ছেড়েছি পর ছেড়েছি
নিজেকে, নিজেকে স্ত্রৈণ হতে দেবোনা
ভাই স্ত্রৈণ হতে দেবোনা।
রেল লাইনে বডি দেবো মাথা দেবো না,
রেল লাইনে বডি দেবো মাথা দেবোনা।
এই পৃথিবীর নির্বাসনে,
হারিয়ে সকল দিশা বিকোয় মাথা জনে জনে।
আর বিকোলে মিলবে কড়ি..
পাবে সব কিন্তু মাথা সাজবে না আর শিরোস্ত্রাণে।
আমি বউয়ের কথা শুনবো কিন্তু,
ওই আমি বউয়ের কথা শুনবো কিন্তু
ইখানে মাথাতে হাত দিতে আর দেবোনা
ভাই হাত দিতে আর দেবোনা।
রেল লাইনে বডি দেবো মাথা দেবোনা।
রেল লাইনে বডি দেবো মাথা দেবোনা ..