Lyrics Master BD Bangla Band Song Lyrics Purnota Lyrics (পূর্ণতা) Warfaze Band | Shotto Album

Purnota Lyrics (পূর্ণতা) Warfaze Band | Shotto Album

0 Comments 4:17 PM


Purnota Lyrics (পূর্ণতা) Warfaze Band | Shotto Album

Purnota Lyrics by Warfaze Band :

PurnotaSong Is Sung by Mizan And Performed byWarfaze BandfromShottoBengali Album. Purnota Lyrics In Bengali Written by Shams. Music Composed by Oni Hasan.
Song : Purnota
Album : Shotto
Band Name : Warfaze
Vocal : Mizan
Lyrics : Shams
Music : Oni Hasan

Purnota Song Lyrics In Bengali :

সেদিন ভোরে, বুকের গভীরে
শুনেছি জমে থাকা নীল বেদনারা ডাকে,
এই শহরে ইটের পাহাড়ে
ছিলনা কেউ যে দেওয়ার প্রেরণা।
যন্ত্রে বাঁধা মন, ছিল ক্লান্ত অসহায়
অর্থে কেনা সুখ, ম্রিয়মাণ দুঃখের ছায়ায়,
যন্ত্রে বাঁধা মন, ছিল ক্লান্ত অসহায়
অর্থে কেনা সুখ, ম্রিয়মাণ দুঃখের ছায়ায়।
আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে,
আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙ্গিন এক উৎসবে।
আজকে শুনি আনন্দধ্বনি
পৃথিবী ভরেছে সুখে বেঁচে থাকার মায়ায়,
শূন্য আশার জীবন্ত ভাষায়
অদূরে দেখেছি প্রাণের মোহনা ..
যন্ত্রে বাঁধা মন, ছিল ক্লান্ত অসহায়
অর্থে কেনা সুখ, ম্রিয়মাণ দুঃখের ছায়ায়।
আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে
তুমি সেই পূর্ণতা আমার অনুভবে,
আর নয় আঁধার, তুমি স্বপ্নে ডেকে নিলে
ভরে মন অন্তহীন রঙ্গিন এক উৎসবে।
পূর্ণতা লিরিক্স – ওয়ারফেইজ ব্যান্ড :
Sedin bhore buker gobhire
Shunechi jome thaka neel bedonar daake
Ei shohore iter pahare
Chilona keu je deowar prerona
Jontre bandha mon chilo klanto oshohay
Orthe keno sukh mriyoman dukkher chayay
Aar noy somoy uddeshoheen michile
Tumi sei purnota amar anubhobe
Aar noy andhar tumi shopne deke nile
Bhore mon ontoheen rongeen ek utsobe
Aajke shuni anondodhowni
Prithib bhoreche sukhe benche thakar mayay
Shunno ashar jibonto bhashay
Adure dekhechi praaner mohona
News About Warfaze Band Song Purnota Lyrics Information In bengali Font : ওয়ারফেইজ ব্যান্ড এর সত্য বাংলা অ্যালবাম এর গান পূর্ণতা গানটি গেয়েছেন মিজান। গানটির সুর দিয়েছেন অনি হাসান। পূর্ণতা গানের লিরিক্স লিখেছেন শামস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *