Premeri Horofe Lyrics By Arfin Rumey & Bristy. Bhalobasha Dena Amay lyrics. ভালোবাসা দেনা আমায়, তোরই তরফে এই মন দিবো লিখে,প্রেমেরই হরফে
This is a romantic song sung by Arfin Rumey after a long time. He was once a popular singer. He disappeared for a while and recently came back with a few beautiful songs. This is one of them.
These beautifullyrics were written by Anurup Aich.Music was composed by Arfin Rumey. He is a talented composer.
Well, If you need these awesome melodious romantic song lyrics, we are here to provide the correct lyrics here. Find Premeri Horofe Lyrics below. You can listen to the song here as well.
Song Credits
Singer | Arfin Rumey |
Lyricist | Anurup Aich |
Music | Arfin Rumey |
Release Year | 2022 |
Premeri Horofe Lyrics
কি করে আমি বলবো তোকে
বেসেছি ভালো এক পলকে,
কি মায়া দিয়ে বাধলি আমাকে
প্রেমে পড়েছি তোর এক ঝলকে।
কি করে আমি বলবো তোকে
বেসেছি ভালো এক পলকে,
কি মায়া দিয়ে বাধলি আমাকে
প্রেমে পড়েছি তোর এক ঝলকে।
ভালোবাসা দেনা আমায়,
তোরই তরফে এই মন দিবো লিখে,
প্রেমেরই হরফে,
ভালোবাসা দেনা আমায়,
তোরই তরফে এই মন দিবো লিখে,
প্রেমেরই হরফে।
ফুলে ই সুভাস মেখে প্রজাপতি কাব্য লেখে
রঙিন পাখা মেলে কত ছুটে চলে,
ফুলে ই সুভাস মেখে প্রজাপতি কাব্য লেখে
রঙিন পাখা মেলে কত ছুটে চলে।
ভালোবাসা দেনা আমায়,
তোরই তরফে এই মন দিবো লিখে,
প্রেমেরই হরফে, ভালোবাসা দেনা আমায়,
তোরই তরফে এই মন দিবো লিখে,
প্রেমেরই হরফে।
চাদেরই মায়া লেগে কত রাত যায় জেগে
আকাশের মেঘ দেখে ভাসি প্রেম আবেগে,
চাদেরই মায়া লেগে কত রাত যায় জেগে
আকাশের মেঘ দেখে ভাসি প্রেম আবেগে।
ভালোবাসা দেনা আমায়,
তোরই তরফে এই মন দিবো লিখে,
প্রেমেরই হরফে,
ভালোবাসা দেনা আমায়,
তোরই তরফে এই মন দিবো লিখে,
প্রেমেরই হরফে।