Popeye-Oparthib Lyrics (অপার্থিব) – বাংলা লিরিক্স
1 min read

Popeye-Oparthib Lyrics (অপার্থিব) – বাংলা লিরিক্স

এদিক ওদিক এ পথ সে পথ ,
খোলা আকাশই ছাদই
উদাস এ মন হাওয়াই উড়ে
বেড়ায় গোড়ায় এ পিঠ ও পিঠ
রাতের শয়ন করে চুরি ,
সজাগ আলো নয়ন ধুয়ে ,
উত্তপ্ত রোধ ভেদে মেঘ
নাটাই সুতো ছাড়াই ঘুরে কথার মাথায় রঙ্গিন ঘুড়ি
করে উষ্ণ দৃশ্যগুলি
সুভাষেরা ছাড়ে রজনী ..
ধূসর ভুবনে দেয়াল জুড়ে চিৎকার বাজে প্রতিধ্বনির
কত তীব্র কষ্ট হতে পারে

দেখায় এ নরকীয় ধরণী

বেঁচে কেও মালা কেও দালানেকোঠায়
মেলে ডানা ঝাঁকে পাখিরা এসে
ধরে গান সুরে এক অপার্থিব
কিছু ক্ষনে হাসায় কিছু কাদায়
হেটে শুয়ে বসে দাঁড়ায়
হতাশ আশায় নিরাশায় হারানো জীবনেরা এ যাত্রাপালাই
স্বর্ণ খনিরই পিছু ধাওয়াই
খরা আমল বন্যায় তলায়ই
আলোয় কালোয় মন্দা ভালোয়
রেখা কপালে হাতে অপাঠ্য
মরণ বরণেতে ক্ষান্ত ,
এক অচেনা প্রেম এসে কাছে
নিয়ম মেনে ঘুরে পৃথিবী নদী মিশে গিয়ে ঠিকই সাগরই
অনুত্তরিত প্রশ্নরা রয়েই
চেনায় জীবন কাটায় ঘড়ির
নিষ্ঠুরতা যতো রূপে সেজে ,
তাকাই হাঁসি দেয় এক অপার্থিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *