Piriter Agun Lyrics by Akash Mahmud
Piriter Agun Bangla Song Lyrics . Piriter Agun Sung By Akash Mahmud . Lyrics Written by Jakir Master . Music Composed By Akash Mahmud
Song Credits
Song : Piriter Agin
Lyrics : Jakir Master
Tune : Akash Mahmud
Music : Akash Mahmud
Singer : Akash Mahmud & Sumaiya Jui
Production : 2A Production
Piriter Agun Lyrics in Bangla :
তোর আর আমার প্রেমের বাঁধন নয় ছলনার খেলা রে
নয় ছলনার খেলা আ….
প্রেম যমুনায় বাসাইবো তোর পিরিতের ভেলা রে
তোর পিরিতের ভেলা আ…..
তোর আর আমার প্রেমের বাঁধন নয় ছলনার খেলা রে
নয় ছলনার খেলা আ….
প্রেম যমুনায় বাসাইবো তোর পিরিতের ভেলা রে
তোর পিরিতের ভেলা আ…..
দিলি পিরিতে পিরিতে পিরিতের আগুন
তোর হাসিতে হাসিতে করিলিরে খুন
দিলি পিরিতে পিরিতে পিরিতের আগুন
তোর হাসিতে হাসিতে করিলিরে খুন।।
নয়নেতে নয়ন রেখে দিলি মিষ্টি হাসি রে
বারবার পড়তে রাজি তোর প্রেমেরি ফাঁসি রে
নয়নের নয়ন রেখে দি্লি মিষ্টি হাসি রে
ও… বারবার পড়তে রাজি তোর প্রেমেরি ফাঁসি
আশা মনেতে মনেতে বাড়িলো দ্বিগুণ
মনে বাজিলো বাজিলো ভালোবাসা দুম
দিলি পিরিতে পিরিতে পিরিতের আগুন
তোর হাসিতে হাসিতে করিলিরে খুন।।
হমম. তোরে নিয়ে কত স্বপ্ন জাগে হৃদয় মাঝেরে
তুই ছাড়া এখন আমার মন বসে না কাজে রে
তোরে নিয়ে কত স্বপ্ন জাগে হৃদয় মাঝেরে
ও…তুই ছাড়া এখন আমার মন বসে না কাজে রে
ফুলে সাজিলো সাজিলো সাজিলো ফাল্গুন
ভ্রমর গাইল গাইল গাইল গুনগুন
দিলি পিরিতে পিরিতে পিরিতের আগুন
তোর হাসিতে হাসিতে করিলিরে খুন
দিলি পিরিতে পিরিতে পিরিতের আগুন
তোর হাসিতে হাসিতে করিলিরে খুন।।
পিরিতের আগুন লিরিক্স – আকাশ মাহমুদ :
Tor r amar premer badon noy cholonar khela re
Noy cholonar khela
Prem jomunay basaibo tor priter vela re
Tor priter vela
Tor r amar premer badon noy cholonar khela re
Noy cholonar khela
Prem jomunay basaibo tor priter vela re
Tor priter vela