Palongko Sajailam Go Lyrics by Tosiba & Mahmudul Hasan. আমি পালঙ্ক সাজাইলাম গো, ফুলের মালা দিয়া, হে গো খুসি মনে বইছে দামান, রুমাল মুখে দিয়া
This was sung by Tosiba & Mahmudul Hasan where as lyrics were writtern by our Legendary Lokogiti Lyricist long years ago. Music was composed by Naved Parvej.
Palongko Sajailam Go song is created or remade by Naved parvej for the popular Bangladeshi Show “Ittadi”. Hanif Sanket is the man who actually planned to remade this song for the programme. Now this song has became so popular. And also the singer is none other than Noya Daman Singer Tosiba.
Well, If you need this amazing song lyrics, then you are in the right place. Find it here. You can listen the song here as well.Song Credits
Song: Palongko Sajailam Go Singer: Tosiba & Mahmudul Hasan Lyricist: Collected From Lokogiti Music: Naved Parvej Released On: 2021
Palongko Sajailam Go Lyrics
আমি পালঙ্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া (৩)
হে গো খুসি মনে বইছে দামান
রুমাল মুখে দিয়া
হে গো হাসি মুখে বইছে দামান।
রুমাল মুখে দিয়া।
আমি পালঙ্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া
হে গো কইন্যার মায়ে কান্দোইন করোইন
উন্দালে বসিয়া,
হে গো কইন্যার মায়ে কান্দোইন করোইন
উন্দালে বসিয়া।
আমার এতো মায়ার পুরি আমি
কেমনে দিতাম বিয়া
আমি পালঙ্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া।
(Rap By Mahmudul)
পালঙ্ক সাজানো হলো,
ফুলের মালা দিয়া
দামান আইয়া পরছে দেখো,
মুখে রুমাল দিয়া।
দিতাম না তো ডুকতে,
চলো ভেতর সবে গিয়া
দামানের টেকা সব নিমু,
ফিতা কাটাইয়া নিয়া।
আমরার পুরি বহুত ভালা
কিতা ভাবছো মিয়া
আমরার চখোত ধুলা দিয়া,
যাইবা পুরি নিয়া
আছোইন,যতো চাচা,খালা,নানা,দাদা,নাতি
আক্কোয়া সবে হাসি মুখে,
নাচি,গাই আর মাতি।
হে গো হাসি মুখে বইছে দামান।
রুমাল মুখে দিয়া,
হে গো খুসি মনে বইছে দামান
রুমাল মুখে দিয়া,
আমি পালঙ্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া,
হে গো কইন্যার বাবার মন মরা
কান্দোন ও দেখিয়া,
হে গো কইন্যার বাবার মন মরা
কান্দোন ও দেখিয়া।
আমার ঘরের লক্ষ্মী কিলা দিতাম
বিদায় ও করিয়া
আমি পালঙ্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া।
হে গো হাসি মুখে বইছে দামান।
রুমাল মুখো দিয়া
হে গো খুসি মনে বইছে দামান।
রুমাল মুখে দিয়া।
আমি পালঙ্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া,
আমি পালঙ্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া,
আমি পালঙ্ক সাজাইলাম গো
ফুলের মালা দিয়া।