Paal Tule De Lyrics – Timir Bisswas
De De Pal Tule De Lyrics (দে দে পাল তুলে দে) is a famous Bengali Folk Song sung by Timir Biswas. De De Pal Tule De Lyrics written by Abdur Rahman Boyati.
Song : De De Pal Tule De
Singer : Timir Biswas (Fakira Band)
Tune & Lyrics : Abdur Rahman Boyati
Singer : Timir Biswas (Fakira Band)
Singer : Arkadeep Mishra (The Folk Diaryz)
De De Paal Tule De Lyrics In Bengali :
দে দে পাল তুলে দে
মাঝি হেলা করিস না,
পাল তুলে দে মাঝি হেলা করিস না
ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা,
একবার ছেড়ে দে নৌকা,
আমি যাবো মদিনা (x2)
দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে
হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে (x2)
ও দয়াল মুর্শিদ যার সখা
তার কিসের ভাবনা
মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা
হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা,
আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা
ও দে দে পাল তুলে দে
মাঝি হেলা করিস না
পাল তুলে দে মাঝি হেলা করিস না
ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা,
একবার ছেড়ে দে নৌকা,
আমি যাবো মদিনা।
ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে
সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে (x2)
ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা
মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা
হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা,
আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা।
দে দে পাল তুলে দে
মাঝি হেলা করিস না,
পাল তুলে দে মাঝি হেলা করিস না
ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা,
একবার ছেড়ে দে নৌকা,
আমি যাবো মদিনা।
ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা ..