Ogo Tomar Akash Duti Chokhe Lyrics ( তোমার আকাশ দুটি চোখে ) by Nirmala Mishra Presenting Bangla romantic song “Tomar Akash Duti Chokhe” Remake version song is sung by Anwesha Dutta Gupta And Many Various Artists. Lyrics ware written by Bhabesh Gupta and music direct by Ravindra Jain
Song Credit-:
Song-: Tomar Akash Duti Chokhe
Album Title-: All-Time Greats
Artist-: Nirmala Mishra
Music Director-: Ravindra Jain
Lyricist-: Bhabesh Gupta
Ogo Tomar Akash Duti Chokhe Lyrics In Bangla :
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা (x2)
এই জীবন ছিল,
নদীর মতো গতিহারা
এই জীবন ছিল,
নদীর মতো গতিহারা, দিশাহারা
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা।
আগে ছিল শুধু পরিচয়,
পরে হলো মন বিনিময় (x2)
শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়,
শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়।
আজ যখনই ডাকি,
জানি তুমি দিবে সাড়া
এই জীবন ছিলো,
নদীর মতো গতিহারা, দিশাহারা
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা।
গানে নতুন করে এলো সুর,
এ যেন আগের চেয়ে সুমধুর (x2)
নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর,
নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর।
বয়ে চলেছে যে তাই,
ভালবাসার একধারা।
এই জীবন ছিলো,
নদীর মতো গতিহারা, দিশাহারা।
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা
ওগো তোমার আকাশ দুটি চোখে,
আমি হয়ে গেছি তারা
হুম.. আমি হয়ে গেছি তারা।