Lyrics Master BD Latest Bengali Lyrics,Trending Lyrics Ochinpur Lyrics (অচিনপুর) Tui Jasna Beshi Dur

Ochinpur Lyrics (অচিনপুর) Tui Jasna Beshi Dur



Ochinpur Lyrics (অচিনপুর) Tui Jasna Beshi Dur

Ochinpur Lyrics (অচিনপুর) Hafiz Nir | Tui Jasna Beshi Dur

Ochinpur Lyrics By Hafiz Nir

Ochinpur LyricsIs Bangla Song.Cast : Alvi & Zara.This Song Is Sung ByHafiz Nir.This Song Lyrics And Tune Created By Hafiz Nir.
তুই যাস না বেশি দূর লিরিক্স
Song Info
Song : Ochinpur
Singer : Hafiz Nir
Lyric & Tune : Hafiz Nir
Music : Amit
Label : My Sound

Tui Jasna Beshi Dur Song Bangla Lyrics

ও তুই যাসনা বেশি দূর
আমার গায়ে লাগে রোদ্দুর
আমার হৃদ মাজারে আয়
নিয়ে যাব বহুদূর,
তুই যাসনা বেশি দূর দেশি
আমার গায়ে লাগে রোদ্দুর
আমার হৃদ মাজারে আয়
নিয়ে যাব অচিনপুর।
আমার নেই তো কোন আশা
পেলে তোর ভালোবাসা
সাথে বোনাস নিতাম মন
খুশি থাকতাম ভরপুর,
তুই যাসনা বেশি দূর দেশি
আমার গায়ে লাগে রোদ্দুর
আমার হৃদ মাজারে আয়
নিয়ে যাব অচিনপুর।
ও তুই থাকিস যদি পাশে
তুই থাকিস যদি পাশে
আমার মনটা খালি হাসে
আমি সোনাবো তোকে
ঘুম পাড়ানির গান
যদি চোখ পড়ে যায় চোখে
তাকিয়ে পড়বি অন্যদিকে
আমি বুঝবো ঠিকই
যতই করিস ভান
ও তোর লজ্জা মাখা মুখটা
কত না মধুর।
তুই যাসনা বেশি দূর দেশি
আমার গায়ে লাগে রোদ্দুর
আমার হৃদ মাজারে আয়
নিয়ে যাব অচিনপুর,
তুই যাসনা বেশি দূর দেশি
আমার গায়ে লাগে রোদ্দুর
আমার হৃদ মাজারে আয়
নিয়ে যাব অচিনপুর।
ও তোর ধূসর কালো চুলে
তোর ধূসর কালো চুলে
আমার মনে কথা বলে
তোর অবাক হাসি ভাবাই তোরেমন,
আমি আমার মতো তোরে
সাজিয়ে দেবো তোরে
তোরে এমন আদর করবে রে কোন জন
আমার স্বপ্নে দেখা পরীর মতো
দেখতে তোর ঐ মুখ।
তুই যাসনা বেশি দূর দেশি
আমার গায়ে লাগে রোদ্দুর
আমার হৃদ মাজারে আয়
নিয়ে যাব বহুদূর,
তুই যাসনা বেশি দূর দেশি
আমার গায়ে লাগে রোদ্দুর
আমার হৃদ মাজারে আয়
নিয়ে যাব অচিনপুর।
অচিনপুর লিরিক্স – হাফিজ নির
tui jashna beshidur
amar gae lage roddur
amar hrid majare ay
niye jabo bohudur.
amar neito kono asha
pele tor bhalobasha
sathe bonus nitam mon
khushi thaktam bhorpur.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *