Neel Sagore Lyrics by Gautam Chattopadhyay :
Neel SagoreSong Originally Sung byGautam ChattopadhyayfromMoheener Ghoraguli Band. Cover Version Song Is Sung by Subrata Ghosh, Tanzir Ahmed Shuddho, Diya Bhattacharya And Many Various Artists In Their Own Way. This Unpublished Track Neel Sagore Lyrics In bengali Written by Gautam Chattopadhyay from Mohiner Ghoraguli Band.
Song : Neel Sagore
Original Artist : Gautam Chattopadhyay
Band : Moheener Ghoraguli
Cover by : Tanzir Ahmed Shuddho
Vocal Harmony :Avishek Roy Archan
Guitar Arrangement : Zahin Rashid
Neel Sagore Song Lyrics In Bengali :
নীল সাগরে, অতল গভীরে
গাংচিল ওড়ে আর কতো গান গায়,
তোমার আকাশে আমার মনের পাখি
অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়,
তোমার আকাশে আমার মনের পাখি
অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়।
রঙিন আতসবাজী
ছোট ছোট স্মৃতি সব
ভীড় করে আকাশে আবার মিলায়,
হায় হায় দিন যায়
রাত যায় সব যায়,
তবু আমি বসে থাকি, তোমার আশায়।
নীল সাগরে, অতল গভীরে
সোনালী ঝিনুক কতো স্বপ্ন ছড়ায়,
তোমার গভীরে আমার ডুবুরী মন
মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায়,
তোমার গভীরে আমার ডুবুরী মন,
মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায়।
নীল সাগরে, অতল গভীরে
গাংচিল ওড়ে আর কতো গান গায়,
তোমার আকাশে আমার মনের পাখি
অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়,
তোমার গভীরে আমার ডুবুরী মন,
মনের মুক্তোটাকে খুঁজে বেড়ায়।
নীল সাগরে লিরিক্স – গৌতম চট্টোপাধ্যায় – মহীনের ঘোড়াগুলি :
Neel sagore otol gobhire
Gangchil orey aar koto gaan gaay
Tomar akashe amar moner pakhi
Oshohay hoye keno daana jhaptay
Rangeen atosbaaji choto choto smriti shob
Bhir kore akashe abar milay
hay hay din jaay raat jaay sob jaay
Tobu ami boshe thaki tomar ashay
Neel sagore atol gobhire
Sonali jhinuk koto shopno choray
Tomar gobhire amar duburi mon
Moner mukto ta ke khuje beray