Monete Akash Lyrics (মনেতে আকাশ) By Kazi Shuvo & Kheya
মনেতে আকাশ – Monete Akash Bangla Song Lyrics.This song Singing byKazi Shuvo & Kheya.Music Composed byRafi.This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “CD Choice” youtube channel. If anybody needBangla Lyrics&English Lyrics, they can easily got it by thiswebsite.
Song Information:
Song : Monete Akash – মনেতে আকাশ
Singer :Kazi Shuvo&Kheya
Lyric : Zahid Akbar
Tune : Kazi Shuvo
Music : Rafi
Album : Moneri Akash
Label : Cd Choice
মনেতে আকাশ লিরিক্সঃ
মনেতে আকাশ হয়ে রয়েছ ছড়িয়ে
বলোনা কোথায় রাখি তোমায় লুকিয়ে
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপ্নে
যেওনা হৃদয় থেকে দূরে হারিয়ে
ও হো হৃদয়ে হৃদয়ে গভীর করে
নাও না জড়িয়ে
ও হৃদয় হৃদয় গভীর করে
নাও না জড়িয়ে
দিবানিশি ছায়া হয়ে থাকো
কি মায়াতে বেধে রাখো
হৃদয় জুড়ে শুধু তোমারি নাম
অনুভবে লিখে দিলাম (২ বার)
ও হো হৃদয়ে হৃদয়ে গভীর করে
নাও না জড়িয়ে
ও হৃদয় হৃদয় গভীর করে
নাও না জড়িয়ে
হুম ভালোবাসি শুধু কিছু জানি না
মন করে তোমারি আরাধনা
তোমাকে ভেবে মন গহীনে
স্বপ্ন বুনি দুই নয়নে (২ বার)
ও হো হৃদয়ে হৃদয়ে গভীর করে
নাও না জড়িয়ে (৩ বার)
Monete Akash Lyrics By Kazi Shuvo & Kheya
Monete akash hoye royecho choriye
Bolona kothay rakhi tomay lukiye
Thaki je bivor hoye shoyone sopne
Jewona hridoy theke dure hariye
O ho hridoye hridoye govir kore
Nao na joriye
Dibanishi chaya hoye thako
Ki mayate bedhe rakho
Hridoye jure shudhu tomari nam
Onuvobe likhe dilam