Lyrics Master BD Mahmudul Haque Imran Mone Mone Lyrics (মনে মনে) – Imran Mahmudul

Mone Mone Lyrics (মনে মনে) – Imran Mahmudul



Mone Mone Lyrics (মনে মনে) - Imran Mahmudul

Mone Mone Lyrics by Imran Mahmudul

Song : Mone Mone
Singer: Imran Mahmudul
Lyricist: Snahashish Ghosh
Tune & Composition: Imran Mahmudul

Mone Mone Lyrics In Bangla:

কতবার চেয়েছি তোমায় মনে মনে,
কতবার ডেকেছি চোখেরই অশ্রুজলে।।

চেয়েছি যেতে তোমার হৃদয়ের কাছে,
ভালোবাসা রয়ে গেছে গোধূলীর মেঘে।
হয়তোও বা কোনও ক্ষনে,
তুমি এসে বলবে হেঁসে।।

এসেছি তোমায় ভালোবেসে
এসেছি তোমায় ভালোবেসে।।

তোমার আকাশে সূর্যেরা সারা দিনে,
কতবার আলোতে জড়ায় তোমাকে।।

আমি আসতে চেয়েছি বারে বারে সেখানে,
জড়াতে তোমায় আমার এই নীল আচলে।
হয়তোও বা কোনও ক্ষনে,
তুমি এসে বলবে হেঁসে।।

এসেছি তোমায় ভালোবেসে
এসেছি তোমায় ভালোবেসে।।

More Lyrics: Vetorta Jalay Gela Lyrics (ভেতরটা জ্বালায় গেলা)- Samz Vai

মনে মনে লিরিক্স – ইমরান ভাইর গান :

Koto bar cayase tomay mona mona
koto bar dakace chokari osrujolea
chayse jatea tomar redoyar kacha
vlobasha roya gacea godulir magha
hoytroba khono khonea
tmi asa bolbea hasea

1 thought on “Mone Mone Lyrics (মনে মনে) – Imran Mahmudul”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *