Lyrics Master BD Indian Bangla Movie Song Lyrics Matiro Pinjirar Majhe Lyrics (মাটিরও পিঞ্জিরার মাঝে) Hason Raja | Saif Zohan

Matiro Pinjirar Majhe Lyrics (মাটিরও পিঞ্জিরার মাঝে) Hason Raja | Saif Zohan



Matiro Pinjirar Majhe Lyrics (মাটিরও পিঞ্জিরার মাঝে) Hason Raja | Saif Zohan

Matiro Pinjirar Majhe Lyrics by Hason Raja :

Matiro Pinjirar MajheSong Is Sung bySaif ZohanFeaturing Afsana Mow. Song Lyrics In Bengali Written byHason Raja.
Lyrics : Hason Raja
Singer : Saif Zohan
Music : R Joy
Video : Foysal Alif
Editing : Saif Zohan

Matiro Pinjirar Majhe Song Lyrics In Bengali :

মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে
কান্দে হাসন রাজার মন ময়নায় রে,
হায়রে কাঁদে হাসন রাজার মন ময়নায় রে।
মায়ে বাপে বন্দী কইলা, খুশির মাঝারে
মায়ে বাপে বন্দী কইলা, খুশির মাঝারে
লালে ধলায় হইলাম বন্দী
পিঞ্জিরার ভিতরে রে,
কাঁদে হাসন রাজার মন ময়নায় রে,
হায়রে কাঁদে হাসন রাজার মন ময়নায় রে।
উড়িয়া যায় রে ময়না পাখি
পিঞ্জিরায় হইল বন্দি,
উড়িয়া যায় রে ময়না পাখি
পিঞ্জিরায় হইল বন্দি,
মায়ে বাপে লাগাইলা,
মায়া জালের আন্দি রে
কাঁদে হাসন রাজার মন ময়নায় রে,
হায়রে কাঁদে হাসন রাজার মন ময়নায় রে।
পিঞ্জিরায় সামাইয়া ময়নায় ছটফট করে
মজবুত পিঞ্জিরা ময়নায়,
ভাঙ্গিতে না পারে।
উড়িয়া যাইব শুয়া পক্ষী
পড়িয়া রইব কায়া,
কিসের দেশ কিসের খোশ
কিসের দয়া মায়া।
হাসন রাজায় ডাকব যখন
ময়না আয়রে আয়,
হাসন রাজায় ডাকব যখন
ময়না আয়রে আয়,
এমন নিষ্ঠুর ময়নায়,
আর কি ফিরিয়া চায় রে
কাঁদে হাসন রাজার মন ময়নায় রে,
হায়রে কাঁদে হাসন রাজার মন ময়নায় রে।
মাটিরও পিঞ্জিরার মাঝে লিরিক্স – হাসন রাজা :
Matiro Pinjirar Majhe Bondi Hoiya Re
Kande hason rajar mon moynay re
Maaye baape bondi koila khushir majhare
Laaye dholay hoilam bondi
Pinjirar bhitore re
Uriya jayre moyna pakhi
Pinjiray hoilo bondi
Maaye bape lagaila
Maya jaler andi re
Hason raja dakbo jokhon
Moyna aay re aay
Emon nisthur moynay
Aar ki firiya chay re

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *