Lokkhiti Lyrics – Drishtikone
Lokkhiti Lyrics( লক্ষীটি ) from Drishtikone Bengali Movie, Drishtikone is a 2018 Tollywood Bengali film directed by Kaushik Ganguly, starring Prosenjit Chatterjee, and Rituparna Sengupta in lead roles.
Lokkhiti Lyrics( লক্ষীটি ) Song Is Sung by Paloma Majumder And Male Version Song is sung by Anupam Roy Ami Ki Tomay Khub Birokto Korchi Lyrics written by Anupam Roy.
Movie: Drishtikone
Singer: Paloma Majumder
Music & Lyrics: Anupam Roy
Arrangement and guitars: Rishabh Ray
Drums: Sandipan Parial
Bass: Kaustav Biswas
Esraj: Shubhayu Sen Majumder
Director: Kaushik Ganguly
DOP: Gopi Bhagat
Produced by: Surinder Films
Lokkhiti Lyrics In Bengali :
আমি কি তোমায় খুব বিরক্ত করছি
বলে দিতে পারো তা আমায়
হয়তো আমার কোনো প্রয়োজন নেই
কেন লেগে থাকি একটা কোনায় (x2)
তুমি বলে দিতে পারো তা আমায়
চিঠি লিখবো না ঐ ঠিকানায়
আমারওতো মন ভাঙে চোখে জল আসে
আর অভিমান আমারওতো হয়
অভিমান আমারওতো হয়
যদি এই মুঠো ভরা শিউলী ফুল
যদি এই খুলে রাখা কানের দুল
লক্ষীটি একবার ঘাড় নেড়ে
সম্মতি দাও আমি যাই ছেড়ে
এতো কথা বলি পাখি হয়ে উড়ে যায় সব
তোমাকে ছুঁতে পারে না
এতোবার আসা-যাওয়া একই পথ দিয়ে
কই তোমার তো চোখে পরে না (x2)
তাহলে কি আমি কেউ নই
যেন অজানা ভাষায় লেখা বই
আমারওতো মনে হয় মাঝে মাঝে ছুঁয়ে দেখি
সুযোগটা পাচ্ছি কই
আমি সুযোগটা পাচ্ছি কই
যদি এই মুঠো ভরা শিউলী ফুল
যদি এই খুলে রাখা কানের দুল
লক্ষীটি একবার ঘাড় নেড়ে
সম্মতি দাও আমি যাই ছেড়ে
আমি কি তোমায় খুব বিরক্ত করছি ?