Kono Ek Ulto Raja Lyrics ( কোন এক উল্টো রাজা ) from Mukho Mukhi Bangla Album Ulto Rajar Deshe Song Lyrics and music composed by Nachiketa Chakraborty Jibon Mukhi Gaan.
Album: Mukhomukhi (2003)
Song Name: Kono Ek Ulto Raaja
Artist: Nachiketa Chakraborty
Music Director: Nachiketa Chakraborty
Lyricist: Nachiketa Chakraborty
Album Title: Best Of Nachiketa
Kono Ek Ulto Raja Lyrics In Bengali :
কোন এক উল্টো রাজা,
উল্টো বুঝলি প্রজার দেশে
কোনো এক উল্টো রাজা,
উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে
কোন এক উল্টো রাজা,
উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে, উল্টো রথে, উল্টো বেশে
সোজা পথ পোড়ে পায়ে, সোজা পথে কেউ চলেনা।
সোজা পথ পোড়ে পায়ে, সোজা পথে কেউ চলেনা।
বাঁকা পথ জ্যাম হরদম, জমজমাট ভিড় কমেনা।
কোন এক উল্টো রাজা,
উল্টো বুঝলি প্রজার দেশে।
কোনো এক উল্টো রাজা,
উল্টো বুঝলি প্রজার দেশে।
সে দেশে…
করে পাস এম.এ, বি.এ, কেরানির জীবনযাপন,
করে পাস এম.এ, বি.এ, কেরানির জীবনযাপন
করে পাস এম.এ, বি.এ, কেরানির জীবনযাপন,
রাজনীতি করলেরে ভাই, ডিগ্রীর কি প্রয়োজন
জনগণ তুলে দেবে তোমার হাতে দেশের শাসন।
সে দেশে ,
অর্থের কারচুপি -তে
সিদ্ধ যিনি অর্থ -মন্ত্রী
দেশের শত্রূ মাঝে
প্রধান যিনি প্রধান -মন্ত্রী
সে দেশে ধার করে ভাই
শোধে রাজা ধারের টাকা
মোরে ভূত হলো মানুষ
লোক দেখানো বদ্দি ডাকা
কোনো এক উল্টো রাজা
উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে
উল্টো রথে উল্টো বেসে
সে দেশে ,
অবহেলায় যখন ফোকলা সংস্কৃতির মারি
অবহেলায় যখন ফোকলা সংস্কৃতির মারি
বিদেশী চ্যানেল তখন
পৌঁছে যে যায় বাড়ি বাড়ি
আনন্দ কি আনন্দ
এসে গেছে কোকাকোলা
গেছে সব দেনার দায়ে
বাকি আছে কাপড় খোলা
পায় না খেতে
যারা গাইতো খেয়াল টপ্পা ঝানু
পায় না খেতে
যারা গাইতো খেয়াল টপ্পা ঝানু
গেয়ে গান হচ্ছে ধোনি
রাম , শ্যাম আর কুমার পানু
কোনো এক উল্টো রাজা
উল্টো বুঝলি প্রজার দেশে
চলে সব উল্টো পথে
উল্টো রথে উল্টো বেশে
পারে না ধরতে পুলিশ সত্যি অপরাধী
যারা বাড়ছে সুখে
নিরীহ প্রেমিক প্রেমিকাদের ধরে
নিচ্ছে টাকা লেক -এর ধরে পুজোর মুখে
এদিকে ধর্ম , ধর্ম , ধর্ম নিয়ে
চলছে বমাল
ধর্ম কে টেয়া j করে সব সালা -রাই
সাদা বা লাল
রাজা দে প্রতিশ্রুতি
হ্যান করেগা , ত্যান করেগা (x2)
করেগা কচু
আসলে বেটা পকেট ভাড়েগা
এতো এক উল্টো দেশের গল্প শুনলে এতক্ষন
যদি কেউ এমন দেশের সন্ধান পাও
তখন ,
জানিয়ে দিও আমায় বলবো সেই দেশের কথা
ঠিকানা আমার কেয়ার অফ ফুটপাথ নচিকেতা
ঠিকানা আমার কেয়ার অফ ফুটপাথ নচিকেতা