Kichu Hashi Kichu Asha Lyrics (কিছু হাসী কিছু আশা) By Sonu Nigam | Bandhan
কিছু হাসী কিছু আশা – Kichu Hashi Kichu Asha Bangla Song Lyrics.This song Singing bySonu Nigam.Music Composed byJeet Gannguli.This is a Fantastic song. Everyone will have a lot of fun listening to this song. I hope, everyone will find peace by listening to the song. This song Publish “SVF” youtube channel. If anybody needBangla Lyrics&English Lyrics, they can easily got it by thiswebsite.
Song Information:
Song : Kichu Hashi Kichu Asha – কিছু হাসী কিছু আশা
Film : Bandhan
Singer :Sonu Nigam
Music Director : Jeet Gannguli
Lyricist : Gautam Sushmit
Music Label : SVF Music
কিছু হাসী কিছু আশা লিরিক্সঃ
কিছু হাসি কিছু আশা
কিছু মধুর ভালোবাসা (২ বার)
ছুঁয়ে যায় আজ মন
ভরে যায় এ জীবন
ছুঁয়ে যায় আজ মন
ভরে যায় এ জীবন
কিছু হাসি কিছু আশা
কিছু মধুর ভালোবাসা
আজকে পেলাম দুহাত ভরে
যা ছিল স্বপ্ন আমার
খুশির খামে এ দিন টাকে
জীবন দিল উপহার (২ বার)
কিছু কিছু সুখের লগন
চোখে ঝরায় খুশির শ্রাবন
ছুঁয়ে যায় আজ মন
ভরে যায় এ জীবন
ছুঁয়ে যায় আজ মন
ভরে যায় এ জীবন
কিছু হাসি কিছু আশা
কিছু মধুর ভালোবাসা
যায় বয়ে যায় হৃদয় জুড়ে
আজ কত সুখের হাওয়া
মনেই জানে মিটলো কখন
এ মনের চাওয়া পাওয়া
ধীরে ধীরে সবার মাঝে
নিজেকে আজ পেলাম খুঁজে
ছুঁয়ে যায় আজ মন
ভরে যায় এ জীবন
ছুঁয়ে যায় আজ মন
ভরে যায় এ জীবন
কিছু হাসি কিছু আশা
কিছু মধুর ভালোবাসা
Kichu Hashi Kichu Asha Lyrics By Sonu Nigam
Kichu hasi kichu asha
Kichu modhur valobasa
Chuye jai aj mon
Vore jay a jibon
Ajke pelam du-hat vore
Ja chilo sopno amar
Khushir khame a din take
Jibon dilo upohar
Kichu kichu sukher logon
Chokher jhoray khushir shrabon