Lyrics Master BD Trending Lyrics Ki Jatonay Radhar Ontor Lyrics (কি যাতনায় রাধার অন্তর) Radha Krishno Song

Ki Jatonay Radhar Ontor Lyrics (কি যাতনায় রাধার অন্তর) Radha Krishno Song

0 Comments 8:09 PM


Ki Jatonay Radhar Ontor Lyrics (কি যাতনায় রাধার অন্তর) Radha Krishno Song

Ki Jatonay Radhar Ontor Lyrics :

Ki Jatonay Radhar OntorRadha Krishno Song Is Sung byJayanti Mondal Das. Music Composed by Santu Das. Mixing And Mastering by Durgesh Prasad. Ki Jatonay Radhar Ontor Lyrics In Bengali Written by Krishnendu Bhowmik.
Singer : Jayanti Mondal Das
Lyrics : Krishnendu Bhowmik
Music And Arranger : Santu Das
Camera : Babu Das
Edit : Gopal Mondal
Music Label : RS MusiC

Ki Jatonay Radhar Ontor Song Lyrics In Bengali :

কি যাতনায় রাধার অন্তর
পোড়ে প্রেমানলে,
শ্যাম ছাড়া রাধার অন্তর
কৃষ্ণ কৃষ্ণ বলে।
কি যাতনায় রাধার অন্তর
পোড়ে প্রেমানলে,
শ্যাম ছাড়া রাধার অন্তর
কৃষ্ণ কৃষ্ণ বলে,
শ্যাম ছাড়া রাধার অন্তর
কৃষ্ণ কৃষ্ণ বলে।।
রাধার চেয়ে শ্যাম কে তো
ভালোবাসবে কে আর,
মনে শ্যাম প্রাণে শ্যাম
শ্যাম যে মনে রাধার।
দিবানিশি রাধা আমার
দিবানিশি রাধা আমার
দ্বিধা দ্বন্দে জ্বলে,
শ্যাম ছাড়া রাধার অন্তর
কৃষ্ণ কৃষ্ণ বলে,
শ্যাম ছাড়া রাধার অন্তর
কৃষ্ণ কৃষ্ণ বলে।।
কৃষ্ণেন্দু কয় রাধে রাধে
বলে ব্রজবাসী,
শেষের দিনেও তাদের মুখে
লেগে থাকে হাসি।
জয়ন্তী কয় রাধে রাধে
বলে ব্রজবাসী,
শেষের দিনেও তাদের মুখে
লেগে থাকে হাসি।
জানি তারা রাধায় পেলে
জানি তারা রাধায় পেলে
শ্যাম কে যে মেলে,
শ্যাম ছাড়া রাধার অন্তর
কৃষ্ণ কৃষ্ণ বলে,
শ্যাম ছাড়া রাধার অন্তর
কৃষ্ণ কৃষ্ণ বলে।
কি যাতনায় রাধার অন্তর
পোড়ে প্রেমানলে,
শ্যাম ছাড়া রাধার অন্তর
কৃষ্ণ কৃষ্ণ বলে,
শ্যাম ছাড়া রাধার অন্তর
কৃষ্ণ কৃষ্ণ বলে।।
কি যাতনায় রাধার অন্তর লিরিক্স – জয়ন্তী মন্ডল দাস :
Ki Jatonay Radhar Antor
Pore premanole
Shyam chara radhar ontor
Krishno krishno bole
Radhar cheye shyam ke toh
Valobashbe ke aar
Mone shyam praane shyam
Shyam je mone radhar
Dibanishi radha amar
Dwidha dondey jwole
Shyam chara radhar antor
Krishno krishno bole
Krishnendu koy radhe radhe
Bole brojobasi
Sesher dineo tader mukhe
Lege thake haasi
Jani tara radhay pele
Shyam ke je mele
Shyam chara radhar ontor
Krishna krishna bole
News About Ki Jatonay Radhar Ontor Lyrics Information In Bengali Font : বাংলা রাধা কৃষ্ণের ভক্তিগীতি গান “কি যাতনায় রাধার অন্তর” গানটি গেয়েছেন জয়ন্তী মন্ডল দাস। গানটির সুর দিয়েছেন সন্তু দাস। কি যাতনায় রাধার অন্তর পোড়ে প্রেমানলে গানের লিরিক্স লিখেছেন কৃষ্ণেন্দু ভৌমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *