Lyrics Master BD Anupom Roy Khoma Koro Lyrics (ক্ষমা করো) Anupam Roy | Sanjhbati

Khoma Koro Lyrics (ক্ষমা করো) Anupam Roy | Sanjhbati

0 Comments 1:13 AM


Khoma Koro Lyrics (ক্ষমা করো) Anupam Roy | Sanjhbati

Khoma Koro Lyrics by Anupam Roy:

Khoma Koro Lyrics is the latest Bengali movie Song Sung by Anupam Roy. ক্ষমা করো song is from the Bengali movie Sanjhbati. Starring: Soumitra Chatterjee, Dev, Paoli Dam, Arpita Chatterjee And Lily Chakraborty and Music Composed by Anupam Roy. Khoma Koro Ami Valo Nei Lyrics In Bengali Written by Anupam Roy and Song Programming Arrangements, Mixing and Mastering By Srirup Chatterjee.

Khoma Koro From Sanjhbati Song Credits:

Song: Khoma Koro
Singer: Anupam Roy
Music & Lyrics: Anupam Roy
Arranged & Programmed by Shamik Chakravarty
Sarangi: Sarwar Hussain
Ghatam and Percussions: Somnath Roy
Guitar: Rishabh Ray
Recorded by Shubhranil Basu
Mixed & Mastered by Srirup Chatterjee.
Label by: Zee Music Bangla

Bhanga Dana Lyrics In Bengali:

ক্ষমা করো আমি ভালো নেই.

ক্ষমা করো আমি ভালো নেই
এলোমেলো হয়ে গেছি,
যেন সব হারিয়েছি,
হে বসন্ত বিদায় ..

পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি খুঁজে নেয় নির্বাসন,
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন ..
ক্ষমা করো আমি ভালো নেই।

ওই দূরে নক্ষত্র মালায়
তুমিও তারা হয়ে জ্বলো,
ওই দূরে নক্ষত্র মালায়
তুমিও তারা হয়ে জ্বলো,
আমার কান্না শুনতে কি পাও?
দেখতে কি পাও কিছু বলো?

পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি বেছে নেয় নির্বাসন,
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন ..
ক্ষমা করো আমি ভালো নেই ..

কে দেবে মুছিয়ে অভিমান
কে নেবে কোলে তুলে মাথা,
কে দেবে মুছিয়ে অভিমান
কে নেবে কোলে তুলে মাথা,
এতটা পথ পেরিয়ে এসে
উঠোনে শুধু ঝরাপাতা।

ক্ষমা করো আমি ভালো নেই
এলোমেলো হয়ে গেছি,
যেন সব হারিয়েছি,
হে বসন্ত বিদায় …

পথে পড়ে থাকা মন খারাপ
চুপি চুপি বেছে নেয় নির্বাসন,
স্মৃতি টুকু ধুয়ে গেছে পায়ের ছাপ
মনে পড়ে যায় আজ তার শাসন…
ক্ষমা করো আমি ভালো নেই,
ক্ষমা করো আমি ভালো নেই,
ক্ষমা করো আমি ভালো নেই…

ক্ষমা করো আমি ভালো নেই লিরিক্স – অনুপম রায়:

Khoma koro ami bhalo nei
Elomelo hoye gechi
Jeno sob hariyechi hey bosonto biday,
Pothe pore thaka mon kharap
Chupi chupi khuje ney nirbashon
Smriti tuku dhuye geche payer chaap
Mone pore jaay aaj kar shason
Khoma koro ami valo nei

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *