Keno Rong Dile Mohey LyricsfromBismillahBengali Movie Song Is Sung byKaushiki Chakraborty. StarringRiddhi SenAndSubhashree Ganguly. Keno Rong Dile Mohey Lyrics are penned bySrijato. Music Composed by And Bismillah Bengali Movie Directed byIndraadip Das Gupta.
Keno Rong Dile Mohey Song Details :
Song : Keno Rong Dile Mohey
Film : Bismillah
Singer : Kaushiki Chakraborty
Lyrics : Srijato
Music : Indraadip Das Gupta
Label : SVF Music
Keno Rong Dile Mohey Lyrics In Bengali :
নি সা গা মা, গা মা পা ধা পা, মা পা গা
গা মা পা নি ধা পা,
মা পা গা গা সা সা রে নি সা।
কেন রঙ দিলে মোহে, ও গো শ্যাম।
কেন রঙ দিলে মোহে, ও গো শ্যাম
কেন রঙ দিলে মোহে, ও গো শ্যাম
কেন রঙ দিলে মোহে, ও গো শ্যাম
যে রঙে রাঙালে তার কি রঙে মেটাবো দাম
যে রঙে রাঙালে তার কি রঙে মেটাবো দাম
কেন রঙ দিলে মোরে, ও গো শ্যাম
কেন রঙ দিলে মোহে, ও গো শ্যাম
কেন রঙ দিলে মোহে, ও গো শ্যাম।
এ যে কি নিদিয়া নেশা ধরেছে সুহাগে ..
এ যে কি নিদিয়া নেশা ধরেছে সুহাগে
লুকোবো কোথায় বলো এ কলঙ্ক দাগে,
এ যে কি নিদিয়া নেশা ধরেছে সুহাগে
লুকোবো কোথায় বলো এ কলঙ্ক দাগে,
যাকে যত ডাকি,
দেখি সবই যে তোমারি নাম, ও গো শ্যাম,
কেন রঙ দিলে মোহে, ও গো শ্যাম
কেন রঙ দিলে মোহে ও গো, ও গো শ্যাম
কেন রঙ দিলে মোহে ও গো, ও গো শ্যাম,
কেন রঙ দিলে মোহে, ও গো শ্যাম।
রে সা রে রে, গা রে সা রে গা পা মা
মা গা গা মা পা ধা, পা মা পা নি
ধা পা মা পা সা নি সা গা রে নি সা ধা গা
পা মা গা মা, মা গা –
গা মা পা নি সা, গা মা পা নি সা, গা মা পা নি সা
দিনে যে সরমে মরি, মরমে যে রাতে ..
দিনে যে সরমে মরি, মরমে যে রাতে
কি সুর ছোঁয়ালে বলো ব্যারিজিয়াতে,
দিনে যে সরমে মরি, মরমে যে রাতে
কি সুর ছোঁয়ালে বলো ব্যারিজিয়াতে,
কোনো কথা শোনে না সে
তাকে কত যে বোঝালাম, ও গো শ্যাম
কেন রঙ দিলে মোহে, ও গো শ্যাম,
কেন রঙ দিলে মোহে ও গো, ও গো শ্যাম,
যে রঙে রাঙালে তার কি রঙে মেটাবো দাম
যে রঙে রাঙালে তার কি রঙে মেটাবো দাম,
কেন রঙ দিলে মোরে, ও গো শ্যাম
কেন রঙ দিলে মোহে, ও গো শ্যাম
কেন রঙ দিলে, কেন রঙ দিলে,
কেন রঙ দিলে মোহে, ও গো শ্যাম।
Keno Rong Dile Mohey Lyrics In English :
Keno Rong Dile Mohey Ogo Shyam
Je ronge rangale taar ki diye metabo daam
Keno Rong Dile Mohey Ogo Shyam
E je ki nidiya nesha dhoreche suhage
Lukabo kothay bolo e kolnko daage
Jaake joto daaki dekhi sobi je tomari naam
Keno Rang Dile Mohey Ogo Shyam
Dine je sorome mori morome je raate
Ki sur chowale bolo byarijiyate
Kono kotha shone na se
Taake koto je bojhalam ogo shyam
Keno Rang Dile Mohey Ogo Shyam