Keno Je Song Lyrics – Ator Mukherjee
Keno Je is the latest Bengali Song Sung by Ator Mukherjee. Music Composed by Prameya & Debayan Banerjee. Keno Je Lyrics In Bengali Written by Prameya & Debayan Banerjee and Song Programming Arrangements, Mixing and Mastering By Debayan Banerjee .
Song : Keno Je
Singer : Ator Mukherjee
Lyrics : Prameya
Composition : Prameya & Debayan Banerjee
Cinematography : Rahul
Conceptualization : Kuntala
Mixing and Mastering : Debayan Banerjee
Edit : Prameya
A Chirkut Production
Keno Je Song Lyrics In Bengali :
কেন যে ঝোড়ো হওয়া মধ্যরাতে বয়ে যায়
কেন যে নোনাজলে শিলালিপি ক্ষয়ে যায়,
কেন যে আগে হেঁটে ফিরে আসি তিন ফুট
কেন যে বুকপকেটে আজও রাখি চিরকুট।
কেন যে ভাসতে গিয়ে বানভাসি সবই
কেন যে ঘুরছি নিয়ে তোমারই ছবি,
কেন যে ভেবে ভেবে ভুল জবাবই,
ধ্যাত।
এখানে সময় ভুলে যায়
ভালবাসা ক্রমশ বিকেল দলছুট,
এখানে সবাই হাসে গায়
হারিয়ে যায়, খুঁজে ফেরে অচেনা রুট।
থাক সে কটা দিন
জানি ফেরা কঠিন,
কিছুটা ব্যথা ছুঁয়ে দিলে সারে,
কিছুটা ছুঁলে বেড়ে যায়।
কেন যে মেঘে মায়াজাল বোনা ছাড়ি না
কেন যে ডানা মেলে ছুঁয়ে দিতে পারি না,
কেন যে ঘুরেফিরে নিয়েছি তবু পিছুই
কেন যে ভেবে ভেবে বলা হলো না কিছুই।
কেন যে ভাসতে গিয়ে বানভাসি সবই
কেন যে ঘুরছি নিয়ে তোমারই ছবি,
কেন যে ঘুরে ফিরে ভুল জবাবই,
ধ্যাত।
এখানে সময় ভুলে যায়
ভালবাসা ক্রমশ বিকেল দলছুট,
এখানে সবাই হাসে গায়
হারিয়ে যায়, খুঁজে ফেরে অচেনা রুট।
কেন যে লিরিক্স – আতর মুখার্জী :
Keno je jhoro hawa moddhoraate boye jaay
Keno je nona jole shilalipi khoye jay
Keno je agey hete phire ashi tin foot
Keno je buk pocket e aajo rakhi chirkut