Joy Hok Lyrics Nazrul Geeti
Joy Hok Nazrul Geeti Sung by Shusmita Anis. Featuring : Azmeri Haque Badhon. Music Arranged by Shayan Chowdhury Arnob. Song Lyrics In Bengali Written by Kazi Nazrul Islam.
Song : Joy Hok Joy Hok
Lyrics and Tune : Kazi Nazrul Islam
Singer : Shusmita Anis
Music Arrangement : Shayan Chowdhury Arnob
Director : Piplu R Khan
DOP : Xoaher Mussavvir
Producer : Junjuni Chakma
TV Photography Courtesy : Tahia Farhin Haque
Label : New Music Paradigm Company
Joy Hok Song Lyrics
জয় হোক, জয় হোক
শান্তির জয় হোক, সাম্যের জয় হোক,
সত্যের জয় হোক, জয় হোক
জয় হোক, জয় হোক।।
সর্ব অকল্যাণ পীড়ন অশান্তি
সর্ব অপৌরুষ মিথ্যা ও ভ্রান্তি,
সর্ব অকল্যাণ পীড়ন অশান্তি
সর্ব অপৌরুষ মিথ্যা ও ভ্রান্তি,
হোক ক্ষয়, ক্ষয় হোক
জয় হোক, জয় হোক।
জয় হোক, জয় হোক।।
দূর হোক অভাব ব্যাধি শোক দুখ
দৈন্য গ্লানি বিদ্বেষ অহেতুক,
দূর হোক অভাব ব্যাধি শোক দুখ
দৈন্য গ্লানি বিদ্বেষ অহেতুক,
মৃত্যুবিজয়ী হোক্, অমৃত লভুক
ভয়-ভীত দুর্বল নির্ভয় হোক,
মৃত্যুবিজয়ী হোক্, অমৃত লভুক
ভয়-ভীত দুর্বল নির্ভয় হোক।
রবে না এ শৃঙ্খল উচ্ছৃঙ্খলতার
বন্ধন কারাগার হবে, হবে চুরমার,
রবে না এ শৃঙ্খল উচ্ছৃঙ্খলতার
বন্ধন কারাগার হবে হবে চুরমার,
পার হবে বাধার গিরি মরু পারাবার
পার হবে বাধার গিরি মরু পারাবার,
নির্যাতিত ধরা মধুর সুন্দর প্রেমময় হোক
নির্যাতিত ধরা মধুর সুন্দর প্রেমময় হোক,
জয় হোক, জয় হোক
শান্তির জয় হোক, সাম্যের জয় হোক্,
সত্যের জয় হোক, জয় হোক
জয় হোক, জয় হোক
জয় হোক, জয় হোক
জয় হোক, জয় হোক।।