Jodi Ekdin Lyrics – Imran Mahmudul & Anisha
Jodi Ekdin Lyrics Song Is by Imran Mahmudul And Anishaa from . Bengali Song Lyrics written by Robiul Islam Jibon . Tune & Music – Imran
SONG INFO & CREDITS
Song Name – Jodi Ekdin
Singer – Imran & Anishaa
Lyrics – Robiul Islam Jibon
Tune & Music – Imran
Music Label – Laser Vision
Jodi Ekdin (যদি একদিন) Lyrics By Imran & Anishaa | Jibon
তুমি কি বুঝনা আমারি মাঝে,
তোমায় কতটা করেছি ধারণ।
তুমি কি বুঝনা তোমারি কাছে,
ছুটে আসার একটাই কারণ।
তুমি ভালোবাসা দিয়ে আমার,
এ হৃদয় ছুয়ে যাও যদি একদিন।
আমি পুড়ে যাব তোমার আকাশ,
যতই হোক না সীমাহীন।
তুমি ময় সপ্নে আজও ডুবে আছি,
ছায়া হয়ে থাকি খুব কাছাকাছি।
প্রথম দেখা থেকে হল সূচনা,
আধার থেকে হলো জোছনা।
তুমি জান কি তোমার পেয়ে
হয়েছি কবে বিলীন।
তুমি ভালোবাসা দিয়ে আমার,
এ হৃদয় ছুয়ে যাও যদি একদিন।
আমি পুড়ে যাব তোমার আকাশ,
যতই হোক না সীমাহীন।
প্রিয় সবগল্পে তুমি ছুয়ে থাক,
অনুভবে এসে রোজ কাছে ডাক।
চেনা শহর থেকে কোন অজানা,
দু’চোখ দিয়ে আকা তোরি সীমানা।
তুমি জান কি তোমার পথে,
আমি সপেছি হৃদয় গহীন।
তুমি ভালোবাসা দিয়ে আমার,
এ হৃদয় ছুয়ে যাও যদি একদিন।
আমি পুড়ে যাব তোমার আকাশ,
যতই হোক না সীমাহীন।