Je Kawta Din Lyrics (যে কটা দিন)- Anupam Roy
1 min read

Je Kawta Din Lyrics (যে কটা দিন)- Anupam Roy

Je Kawta Din Lyrics – Anupam Roy

Je Kawta Din Lyrics (যে কটা দিন)  Song Is from Dwitiyo Purush Bengali Movie. Dwitiyo Purush is a 2020 Bengali  film, directed by Srijit Mukherji and produced by Shree Venkatesh Films,Starring: Parambrata Chattopadhyay, Raima Sen, Anirban Bhattacharya And Others.

Song : Je Kawta Din
Singers : Anupam Roy & Iman Chakraborty
Music & Lyrics : Anupam Roy
Movie : Dwitiyo Purush
Director : Srijit Mukherji
Cinematographer : Soumik Haldar
Presenters : Shrikant Mohta & Mahendra Soni
Produced By : SVF Entertainment Pvt. Ltd

Je Kawta Din Lyrics In Bengali :

যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে..
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে।

যেটুকু রোদ ছিল লুকনো মেঘ
বুনেছিলাম তোমার শালে ভালোবাসা,
আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে..
আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে।

চিন্তার অনুপ্রবেশ রেজর ব্লেডের ধারে
বিন্দু বিন্দু মেশে সিন্ধু স্রোতে বাড়ে,
মাঠের প্রান্তে যে লোক একলা বাঁশির সুরে
সকাল বিকেল ডাকে এমনি ভবঘুরে,
স্থানীয় সংবাদে তাই কেউ-ই শিরোনামে নেই।

যেভাবে নিঃশব্দে ফেলেছে পা
রূপকের সাহায্যে আরও দূরে চলে গেলে।
আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে..
আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে।

যে কটা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে,
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে..
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে ছিলে।
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে..
আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে ছিলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *