Lyrics Master BD Bangla Movie Song Je Bhabei Tumi Sokal Dekho Lyrics (যে ভাবেই তুমি সকাল দেখো) Subhamita Banerjee

Je Bhabei Tumi Sokal Dekho Lyrics (যে ভাবেই তুমি সকাল দেখো) Subhamita Banerjee



Je Bhabei Tumi Sokal Dekho Lyrics (যে ভাবেই তুমি সকাল দেখো) Subhamita Banerjee

Je Bhabei Tumi Sokal Dekho Lyrics by Subhamita Banerjee :

Je Bhabei Tumi Sokal Dekho LyricsWritten by Nachiketa Chakraborty And Sung bySubhamita Banerjeefrom Moner Hodish Bengali Album.
song : Je Bhabei Tumi Shokal Dekho
Singer : Subhamita Banerjee
Lyrics And Music : Nachiketa Chakraborty
Album : Moner Hodish
Label : Shemaroo Bengali Music

Je Bhabei Tumi Sokal Dekho Song Lyrics In Bengali :

যে ভাবেই তুমি সকাল দেখো
সুর্য কিন্তু একটাই,
যে ভাবেই তুমি সকাল দেখো
সুর্য কিন্তু একটাই,
যত ভাগে ভাগ করোনা প্রেম
যত ভাগে ভাগ করোনা প্রেম
হৃদয় কিন্তু একটাই,
যে ভাবেই তুমি সকাল দেখো
সুর্য কিন্তু একটাই।
অনেকেই বলে মরণ অনেক
জীবন সে নাকি একটাই,
অনেকেই বলে মরণ অনেক
জীবন সে নাকি একটাই,
প্রতিবার প্রেমে নতুন জনম
জীবন কি করে একটাই,
প্রতিবার প্রেমে নতুন জনম
জীবন কি করে একটাই,
যত ভাগে ভাগ করোনা প্রেম
হৃদয় কিন্তু একটাই,
যে ভাবেই তুমি সকাল দেখো
সুর্য কিন্তু একটাই।
অনেকেই বলে অনেক কথা
কথার কথা তো সবটাই,
অনেকেই বলে অনেক কথা
কথার কথা তো সবটাই,
কথার বাঁধনে হৃদয় ফেরার
সঠিক কথা একটাই,
কথার বাঁধনে হৃদয় ফেরার
সঠিক কথা একটাই,
যত ভাগে ভাগ করোনা প্রেম
হৃদয় কিন্তু একটাই,
যে ভাবেই তুমি সকাল দেখো
সুর্য কিন্তু একটাই,
যেভাবেই তুমি সকাল দেখো
সুর্য কিন্তু একটাই।
যে ভাবেই তুমি সকাল দেখো লিরিক্স – শুভমিতা ব্যানার্জী :
Jevabei tumi sokal dekho
Surjo kintu ektai
Joto bhage bhaag korona prem
Hridoy kintu ektai
Onekei bole moron onek
Jibon se naki ektai
Protibar preme notun jonom
Jibon ki kore ektai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *