Jani Kokhono Lyrics – Mahtim Shakib
1 min read

Jani Kokhono Lyrics – Mahtim Shakib

Jani Kokhono Lyrics by Mahtim Shakib. জানি কখনো জোর করে, ভালোবাসা পাওয়া যায় না। তবু কেনো যে এ মন, মেনে নিতে তা চায়না।

Jani Kokhono Song was sung by popular young melodious singer Mahtim Shakib. Music was composed by Snahashish Ghosh and the lyrics was written by him as well.

You can find Jani Kokhono Bangla song lyrics & many more lyrics by searching in the search box. People also search this lyrics by “Jani kokhono jor kore lyrics”.

Song Credits

Song: Jani Kokhono
Singer: Mahtim Shakib
Lyricist: Snahashish Ghosh
Music: Snahashish Ghosh
Released On: 2021

Jani Kokhono Lyrics Bangla

জানি কখনো জোর করে
ভালোবাসা পাওয়া যায় না
তবু কেনো যে এ মন
মেনে নিতে তা চায়না

একা একা কাঁদে এ মন
সারাটা দিন সারাটাক্ষণ
এই জীবনে তোমাকে তার
শুধুই প্রয়োজন

জানি কখনো জোর করে
ভালোবাসা পাওয়া যায় না
তবু কেনো যে এ মন
মেনে নিতে তা চায়না

আর একটিবার একটু তুমি
দেখবে নাকি ভেবে
যত সময় চাও তুমি তার
মনটা তোমায় দেবে
এই জীবনে তোমাকে তার
শুধুই প্রয়োজন

জানি কখনো জোর করে
ভালোবাসা পাওয়া যায় না
তবু কেনো যে এ মন
মেনে নিতে তা চায়না (২)

কখনো না কখনো তো
কাউকে ভালোবাসবে
ভালোবাসার সেই আলোকে
আমার মনে আসবে
এই জীবনে তোমাকে তার
শুধুই প্রয়োজন

জানি কখনো জোর করে
ভালোবাসা পাওয়া যায় না
তবু কেনো যে এ মন
মেনে নিতে তা চায়না (২)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *