Lyrics Master BD Rishi Panda Ishita Lyrics (ঈশিতা) Rishi Panda

Ishita Lyrics (ঈশিতা) Rishi Panda

0 Comments 12:55 PM


Ishita Lyrics (ঈশিতা) Rishi Panda

Ishita Lyrics by Rishi Panda :

IshitaSong Is Sung byRishi Panda. Music Composed by Rishi Panda And Song Lyrics In Bengali Written by Shreyam Acharya.
Song Name : Ishita
Vocal & Music : Rishi Panda
Lyrics : Shreyam Acharya
Illustration & Animation : Rishi Panda
Title : Prantik

Ishita Song Lyrics In Bengali :

শহর ট্রামের শব্দে শোনে মেঠো সুর
নদীর চোখের জলেই নোনা সমুদ্দুর,
আমি আছি ঝরাপাতায়
নতুন খাতায় মলাট হয়ে।
গান লিখতে ইচ্ছে করে
ছন্দ মেলেনা,
লাস্ট বেঞ্চে বসি বলে
আমি মন্দ ছেলে না।
কথা দিলাম কথা রাখার
মন দিয়ে মন হারাবার হুঁ..
চুল খোলা লাল শাড়ি
স্কুল ছুটির ঈশিতা,
আনমোনা রাগ ভীষণ
মন কেমন ঈশিতা।
প্রেমেরই মানে বই থেকে
বয়েছে উদাসি হাওয়া,
বিকেলে ক্লাসের অজুহাত
ঠোঁটে প্রহর গোনা।
থামবেনা কোনো স্টেশনেই
সেই ট্রেনে হারিয়ে যাওয়া,
পরিযায়ী আর্দ্র মেঘেদের
মতন গল্প বোনা।
আমি ভবঘুরে, জানি খুব বেসুরে
তবু শুনবে কি এই গান?
গান লিখতে ইচ্ছে করে
ছন্দ মেলেনা,
লাস্ট বেঞ্চে বসি বলে
আমি মন্দ ছেলে না।
কথা দিলাম কথা রাখার
মন দিয়ে মন হারাবার হুঁ..
চুল খোলা লাল শাড়ি
স্কুল ছুটির ঈশিতা,
আনমোনা রাগ ভীষণ
মন কেমন ঈশিতা।
ঈশিতা লিরিক্স – ঋষি পণ্ডা :
Shohor tramer shobde shone metho sur
Nodir chokher jolei nona somuddur
Ami achi jhora patay
Notun khatay molat hoye
Gaan likhte icche kore chonddo mele na
Last benche bosi bole
Ami mondo chele na
Kotha dilam kotha rakhar
MOn diye mon harabar
Chul khola laal shari school chutir ishita
Aanmona raag vishon
Mon kemon ishita

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *