Hoyto Tomari Jonno Lyrics (হয়তো তোমারই জন্য) -Manna Dey
Hoyto Tomari Jonno Lyrics -Manna Dey
Hoyto Tomari Jonno Lyrics (হয়তো তোমারই জন্য) Song Is Sung by Manna Dey, his original name Is Prabodh Chandra Dey. Music Composed by Sudhin Dasgupta and Lyrics written by Sudhin Dasgupta.
Song -: Hoyto Tomari Janya
Singer -: Manna Dey
Movie -: Tin Bhubaner Pare
Music -: Sudhin Dasgupta
Lyricist -: Sudhin Dasgupta
Music label -: Saregama
Cover by -: Miftah Zaman
Music ReArranged by -: Partha Barua
Hoyto Tomari Jonno Song Lyrics In Bengali :
হয়তো তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য,
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই,
যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে,
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই।
আমি যে নিজেই মত্ত
জানিনা তোমার শর্ত,
যদি বা ঘটে অনর্থ
তবুও তোমায় চাই..
হয়তো তোমারি জন্য
হয়েছি প্রেমে যে বন্য,
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই।
আমি যে দুরন্ত, দুচোখে অনন্ত
ঝড়ের দিগন্ত জুড়েই স্বপ্ন ছড়াই,
তুমি তো বলনি মন্দ
তবু কেন প্রতিবন্ধ,
তুমি তো বলনি মন্দ
তবু কেন প্রতিবন্ধ,
রেখোনা মনের দ্বন্দ্ব
সব ছেড়ে চলো যাই..
হয়তো তোমারি জন্য
হয়েছি প্রেমে যে বন্য,
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই,
যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে,
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই।