Hou Jodi Tumi Nil Akash Lyrics by SI Tutul
গানঃ হও যদি নীল আকাশ
Title: Hou Jodi Nil Akash
শিল্পীঃ এস আই টুটুল ও সামিনা চৌধুরী
ছায়াছবিঃ তুমি আছো হৃদয়ে
How Jodi Tumi Nil Akash Lyrics in Bangla :-
হও যদি তুমি নীল আকাশ , আমি মেঘ হব আকাশে।
হও যদি অথৈ সাগর , আমি ঢেউ হব সাগরে।
হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়,
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়।
বলতে পারি আমি নির্ভয়ে , তুমি আছ হৃদয়ে।
বলতে পারি আমি নির্ভয়ে , তুমি আছ হৃদয়ে।।
তুমি হলে ওই অরণ্য আমি হব সবুজ,
ও তোমারি প্রেমে মন দুরুন্ত তোমার কাছেই অবুজ।
হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়,
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়।
বলতে পারি আমি নির্ভয়ে , তুমি আছ হৃদয়ে।
বলতে পারি আমি নির্ভয়ে , তুমি আছ হৃদয়ে।।
আমারি দেহে প্রাণ গো তুমি, তুমি আমার নিশ্বাস,
ও তোমাকে ছাড়া নিস্প্রান আমি এইত আমার বিশ্বাস।
হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়,
তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়।
বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছ হৃদয়ে।
বলতে পারি আমি নির্ভয়ে, তুমি আছ হৃদয়ে।।
2 thought on “Hou Jodi Tumi Nil Akash Lyrics (হও যদি নীল আকাশ) – SI Tutul”