Gouri Elo Lyrics (গৌরী এল) Durga Puja Song



Gouri Elo Lyrics (গৌরী এল) Durga Puja Song

Song : Gouri Elo
Singers : Antara Nandy & Ankita Nandy
(Nandy Sisters)
Rhythm : Sharath Ravi
Lyrics & Composition : Traditional
Video Edit : Gourab Dutta and Sumanta Sarakar
DOP : Prashant Raut
Dance Choreography : Meghranjani Medhi and
Ankita Nandy
Video Direction : Jui Nandy

Gouri Elo song Lyrics In Bengali :

বলদে চড়িয়া শিবে
শিঙ্গায় দিলা হাঁক,
আর শিঙ্গা শুনি মর্ত্যেতে
বাজিয়া উঠল ঢাক।

শিবের সনে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী
আশ্বিন মাসে বাপের বাড়ি আসে ভগবতী।
বলো গৌরী এলো, দেখে যা লো
গৌরী এল, দেখে যা লো ..
ভবেরও ভবানী আমার
বলদে চড়িয়া শিবে
শিঙ্গায় দিলা হাঁক,
আর শিঙ্গা শুনি মর্ত্যেতে
বাজিয়া উঠল ঢাক।

শিবের সনে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী
আশ্বিন মাসে বাপের বাড়ি আসে ভগবতী।
বলো গৌরী এলো, দেখে যা লো
গৌরী এল, দেখে যা লো ..
ভবেরও ভবানী আমার
ভবন করিল আলো।
গৌরী এলো, দেখে যা লো ..

দেখো সিংহের উপর উইঠ্যা ছুঁড়ি
আরে সিংহের উপর উইঠ্যা ছুঁড়ি,
অসুরের টিক্কি ধরি
গলায় দিছে সাপ জড়াইয়া
বুকে মারছে খোঁচা।
কী দুগ্গী দেখলাম চাচা
কী ঠাকুর দেখলাম চাচী।

ওই যে এক তুম্ব্বা বদন
দাঁত দুইডা তার মূলার মতন,
কান দুইডা তার কুলার মতন
মাথা লেপা-পোঁছা।
কী ঠাকুর দেখলাম চাচা
কী দুগ্গী দেখলাম চাচী।

গৌরী এল, দেখে যা লো ..
ভবেরও ভবানী আমার
ভবন করিল আলো।
গৌরী এল, দেখে যা লো ..

আছে ডাইনে বাঁয়ে দুইডা ছেমড়ি
পইরা আছে ঢাকাই শাড়ি,
ঘুরতে দেখছি বাড়ি বাড়ি
ফ্যাশন দেখায় ভারি।

আবার ময়ুরের পরে বসেন যিনি
এনার বড় চিকচিকানি,
ধুতি করছে কোঁচা ..
কী ঠাকুর দেখলাম চাচা
কী দুগ্গী দেখলাম চাচী।

গৌরী এল, দেখে যা লো ..
ভবেরও ভবানী আমার
ভবন করিল আলো।
গৌরী এল, দেখে যা লো ..

সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে
অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে,
নবমীতে মা জননী নিশি পোহাইলা
দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা,
শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভবন
আর বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন,
জয় জয় বিজয়া গমন …

হে, আইল আমার ভোলানাথ রে
আইল আমার কাশীনাথ,
আইল আমার তিন্নাথ,
আইল আমার ভোলানাথ রে
আইল আমার ভোলানাথ রে।

ভোলানাথের শিঙ্গায় বলে
বব বম, বব বম‌, দিদি দিম, দিম‌, দিম, দিম।

গৌরী এলো দেখে যা লো লিরিক্স :

Bolode choria shibe
Shingay dila hank
Aar shinga shuni morteyte
Baajia uthlo dhak
Shiber sone Kartik, Ganesh,
Lakshmi, Saraswati
Ashwin mashe baaper bari ase bogoboti
Bolo Gouri Elo Dekhe ja lo
Gouri Elo Dekhe ja lo
Ki thakur dekh;lam chacha
Ki duggi dekhlam chachi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post