Lyrics Master BD Artist Collection,Tanveer Evan Ghumao Tumi Ghumao Lyrics (ঘুমাও তুমি ঘুমাও) – Tanveer Evan

Ghumao Tumi Ghumao Lyrics (ঘুমাও তুমি ঘুমাও) – Tanveer Evan

0 Comments 6:27 PM


Ghumao Tumi Ghumao Lyrics (ঘুমাও তুমি ঘুমাও) – Tanveer Evan

Ghumao Tumi Ghumao (ঘুমাও তুমি ঘুমাও) Bangla Lyrics- Tanveer Evan

Song :Ghumao Tumi Ghumao go jan

ঘুমাও তুমি ঘুমাও গো জান,
ঘুমাও আমার কোলে…..
ভালবাসার নাও ভাসাবো,
ভালবাসি বলে….
তোমার চুলে হাত বুলাবো,
পূর্ণ চাঁদের তলে …..
কৃষ্ণচূড়া মুখে তোমার,
জোসনা পড়ুক কোলে…..
আজকে জড়ায় ধরবে,
তোমার মনকে আমার মন….
গাইবে পাখি, গাইবে জোনাক ;
গাছ গাছালি বন….

এত ভালবাসা গো জান,
রাখিও আঁচলে….
দোলাও তুমি, দুলি আমি ;
জগত বাড়ি দোলে …..
শব্দ ঘুমের মূর্ছনাতে,
বাতাসও সুর তোলে…..
ভালবাসার শিশির কণা,
পড়বে ও আঁচলে….
এত ভালবাসা গো জান,
রাখিও আঁচলে….
দোলাও তুমি, দুলি আমি ;
জগত বাড়ি দোলে …..
ঘুমাও তুমি ঘুমাও গো জান,
ঘুমাও আমার কোলে…..
ভালবাসার নাও ভাসাবো,
ভালবাসি বলে……”

Ghumao Tumi Ghumao Lyrics

Ghumao Tumi Ghumao go jan . Ghumao amar kole . Valobasar nao vasabo Valobasi bole . Tomar Cule hat bulao purno cader tole .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *