Lyrics Master BD Artist Collection Ghumao Tumi Ghumao Go Jaan Lyrics (ঘুমাও তুমি ঘুমাও গো জান) Khalid

Ghumao Tumi Ghumao Go Jaan Lyrics (ঘুমাও তুমি ঘুমাও গো জান) Khalid

0 Comments 7:28 PM


Ghumao Tumi Ghumao Go Jaan Lyrics (ঘুমাও তুমি ঘুমাও গো জান) Khalid

Ghumao Tumi Ghumao Go Jaan Lyrics by Khalid :

Ghumao Tumi Ghumao Go JaanSong IS Sung byKhalid. Cover Version Song Is Sung by Tanveer Evan, Fahmida Nabi, Subhrajit Panda And Many Various Artists In Their Own Way. Ghumao Tumi Ghumao Go Jaan Lyrics In Bengali Written by Prince Mahmud.
Singer : Khalid
Cover by : Tanveer Evan
Lyrics ANd Tune by : Prince Mahmud

Ghumao Tumi Ghumao Go Jaan Song Lyrics In Bengali :

ঘুম পাড়ানি চাঁদ গো তুমি
পরজনের মুখে,
হুম.. হুম.. হুম..
ঘুমাও তুমি, ঘুমাও হুম..
ঘুমাও তুমি ঘুমাও গো জান
ঘুমাও আমার কোলে,
ভালবাসার নাও ভাসাবো
ভালবাসি বলে।
ঘুমাও তুমি ঘুমাও গো জান
ঘুমাও আমার কোলে,
ভালবাসার নাও ভাসাবো
ভালবাসি বলে।
তোমার চুলে হাত বুলাবো
পূর্ণ চাঁদের তলে,
কৃষ্ণচূড়া মুখে তোমার
জোসনা পড়ুক গলে।
ঘুমাও তুমি ঘুমাও গো জান
ঘুমাও আমার কোলে,
ভালবাসার নাও ভাসাবো
ভালবাসি বলে।।
আজ জড়ায় ধরবে তোমার
মনকে আমার মন,
গাইবে পাখি গাইবে জোনাক
গাছ গাছালি বন।
এত ভালোবাসা গো জান
রাখিয়ো আঁচলে,
দোলাও তুমি দুলি আমি
জগত বাড়ি দোলে।
ঘুমাও তুমি ঘুমাও গো জান,
ঘুমাও আমার কোলে,
ভালবাসার নাও ভাসাবো
ভালবাসি বলে।
তোমার চুলে হাত বুলাবো
পূর্ণ চাঁদের তলে,
কৃষ্ণচূড়া মুখে তোমার
জোসনা পড়ুক গলে।
ঘুমাও তুমি ঘুমাও গো জান,
ঘুমাও আমার কোলে,
ভালবাসার নাও ভাসাবো
ভালবাসি বলে।।
স্বপ্ন-ঘুমের মুর্ছনাতে
বাতাসও সুর তোলে,
ভালোলাগার শিশির কণা
পড়বেও আঁচলে।
এত ভালোবাসা গো জান
রাখিয়ো আঁচলে,
দোলাও তুমি দুলি আমি
জগত বাড়ি দোলে।
ঘুমাও তুমি ঘুমাও গো জান
ঘুমাও আমার কোলে,
ভালবাসার নাও ভাসাবো
ভালবাসি বলে।
তোমার চুলে হাত বুলাবো
পূর্ণ চাঁদের তলে,
কৃষ্ণচূড়া মুখে তোমার
জোসনা পড়ুক গলে।
ঘুমাও তুমি ঘুমাও গো জান,
ঘুমাও আমার কোলে,
ভালবাসার নাও ভাসাবো
ভালবাসি বলে।।
ঘুমাও তুমি ঘুমাও গো জান লিরিক্স – খালিদ :
Ghumao tumi ghumao go jan
Ghumao amar kole
Valobashar nao vasabo
Valobashi bole
Tomar chule haat bulabo
Purno chander tole
Krishnachura mukhe tomar
Josna poruk gole
Aaj joray dhorbe tomar
Mon ke amar mon
Gaibe pakhi gaibe jonak
Gach gachali bon
Eto valobasha go jaan
Rakhiyo achole
Dolao tumi duli ami
Jogot bari dole
Shopno ghumer murchonate
Batas o sur tole
Valolagar shishir kona
Porbeo achole

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *