Ferari Mon Lyrics (ফেরারি মন) – Antaheen – Shreya Ghoshal
1 min read

Ferari Mon Lyrics (ফেরারি মন) – Antaheen – Shreya Ghoshal

Ferari Mon Lyrics – Antaheen- Shreya Ghoshal

Ferari Mon Lyrics (ফেরারি মন) From Bengali Movie Antaheen.Antaheen is a 2009 Bengali film directed by Aniruddha Roy Chowdhury. Featuring By Radhika Apte And Rahul Bose.

Ferari Mon Lyrics (ফেরারি মন) Song Sung By Shreya Ghoshal And Babul Supriyo. Ferari Mon Music Composed By Shantanu Moitra

Song-: Ferari Mon
Movie Name -: Antaheen
Singer-: Shreya Ghoshal & Babul Supriyo
Music Composer-: Shantanu Moitra
Lyrics-: Anindya Chatterjee & Chandril Bhattacharya
Director-: Aniruddha Roy Chowdhury

Ferari Mon Lyrics In Bengali :

আলো আলো রঙ জমকালো চাঁদ ধুয়ে যায়
চেনা শোনা মুখ জানা শোনা হাত ছুঁয়ে যায়
ফিরে ফিরে ঘুম ঘিরে ঘিরে গান রেখে যায়
কিছু মিছু রাত পিছু পিছু টান ডেকে যায়
আজও আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সেই টেলিফোন

হু.. চেনা শোনা মুখ জানা শোনা হাত রেখে যায়
ফিরে ফিরে ঘুম ঘিরে ঘিরে গান ডেকে যায়
আজও আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সেই টেলিফোন

ছোট ছোট দিন আলাপে রঙিন নুড়ির মতন
ছোট ছোট রাত চেনা মৌতাত পলাশের বন
আহা অগোছালো ঘর খড়-কুটোময় চিলেকোঠা কোন
আহা হা আহাহা.. (x2)
কথা ছিল হেঁটে যাব ছায়াপথ..
হু.. ফেরারি মন
বেজে গেছে কখন সেই টেলিফোন

কিছু মিছু রাত পিছু পিছু টান অবিকল
আলো আলো রঙ জমকালো চাঁদ ঝলমল
আজও আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সেই টেলিফোন

গুঁড়ো গুঁড়ো নীল রঙ পেন্সিল জোছনার জল
ঝুরো ঝুরো কাঁচ আগুন ছোঁয়া আজ ঢেকেছে আঁচল
আহা ফুটপাথ এ ভিড় জাহাজের ডাক ফিরে চলে যায়
আহা হা আহাহা.. (x2)

কথা ছিল হেঁটে যাব ছায়াপথ
আজও আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সেই টেলিফোন

আলো আলো রঙ জমকালো চাঁদ ধুয়ে যায়
চেনা শোনা মুখ জানা শোনা হাত ছুঁয়ে যায়
আজও আছে গোপন ফেরারি মন
বেজে গেছে কখন সেই টেলিফোন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *