Emon Ekdin Ashbe Song Lyrics – Nishita Barua
Emon Ekdin Ashbe is the latest Bengali Song Sung by Nishita Barua. Music Composed by Nishita Barua. Emon Ekdin Ashbe Lyrics In Bengali Written by Nishita Barua and Song Programming Arrangements, Mixing and Mastering By Nishita Barua.
Song : Ekdin Emon Ekdin Ashbe Singer : Nishita Barua Lyrics & Composer : Jahangir Rana Music : Meer Masum Label : Poraner Gan
Emon Ekdin Ashbe Song Lyrics In Bengali :
একদিন এমন একদিন আসবে
কাঁদবে তুমি কাঁদবে,
আমারে হারাইয়া তুমি নয়ন জলে ভাসবে
সেদিন আমায় খুঁজে পাবেনা,
সেদিন আমায় খুঁজে পাবেনা।।
ভুলের মালা ছিঁড়বে যেদিন
আমায় তুমি খুঁজবে সেদিন,
ভুলের মালা ছিঁড়বে যেদিন
আমায় তুমি খুঁজবে সেদিন,
পাগলেরই বেশে তুমি
কাঁদবে আবার হাসবে,
পাগলেরই বেশে তুমি
কাঁদবে আবার হাসবে।
সেদিন আমায় খুঁজে পাবেনা না..
সেদিন আমায় খুঁজে পাবেনা।।
সেদিন আমি থাকবো দূরে
যাবে তোমার বুকটি ছিড়ে,
সেদিন আমি থাকবো দূরে
যাবে তোমার বুকটি ছিড়ে,
আকুলি বিকুলি করে
আমায় তুমি ডাকবে,
আকুলি বিকুলি করে
আমায় তুমি ডাকবে।
সেদিন আমায় খুঁজে পাবেনা না ..
সেদিন আমায় খুঁজে পাবেনা।।
ভালোবাসার এই প্রতিদান
অবহেলা আর অপমান,
ভালোবাসার এই প্রতিদান
অবহেলা আর অপমান,
জাহাঙ্গীর রানা কয়
তুমি শেষ বিচারে ফাসবে,
জাহাঙ্গীর রানা কয়
তুমি শেষ বিচারে ফাসবে,
সেদিন আমায় খুঁজে পাবেনা না ..
সেদিন আমায় খুঁজে পাবে না।
একদিন এমন একদিন আসবে
কাঁদবে তুমি কাঁদবে,
আমারে হারাইয়া তুমি নয়ন জলে ভাসবে
সেদিন আমায় খুঁজে পাবেনা
সেদিন আমায় খুঁজে পাবেনা ..
একদিন এমন একদিন আসবে লিরিক্স – নিশিতা বড়ুয়া :
Ekdin emon ekdin asbe
Kadbe tumi kadbe
Amare haraiya tumi nayan jole vasbe
Sedin amay khuje pabena
Bhuler mala chirbe jedin
Amay tumi khujbe sedin
Pagoleri bshe tumi kadbe aar hasbe
Sedin amay khuje pabe na.